---Advertisement---

Zontes 350R Price: মাত্র 10,000 টাকা দিয়ে বুক করতে পারবেন এই দানব বাইককে, জানুন দাম আর EMI

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Zontes 350R Price, features, Performance and Mileage

---Advertisement---

Zontes 350R Price: ২০২২ সালের শেষের দিকে নিজের 350cc বাইকের রেঞ্জের সাথে ভারতের বাজারে প্রবেশ করেছিল ZontesZontes হল চাইনিজ মোটরসাইকেল নির্মাতা Guangdong Tayo Motorcycle Technology Co.Ltd এর একটি সাব ব্র্যান্ড। জোন্টেসের ভারতে আপাতত 350R, 350X, GK350, 350T আর 350T বিক্রি করে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে Zontes 350R এর দাম, ইএমআই , ফিচার্স, পারফরম্যান্স আর মাইলেজ নিয়ে আলোচনা করব।

Zontes 350R Price: Variants and Ex-Showroom Price

350R কে ভারতে একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই বাইকটির এক্স-শোরুম দাম হল Rs.2,79,000। এই বাইকটি সদ্যোজাত লঞ্চ হওয়া Pulsar NS400 থেকে প্রায় Rs.94,000 দামি। এই বাইকটি তিনটি কালার অপশনে পাওয়া যায় – ব্লু, সিলভার আর ব্ল্যাক।

Zontes 350R Price On-Road Price in Kolkata

Zontes 350R Price On-Road Price in Kolkata
Credit: Zontes

কোলকাতায় এই বাইকটির এক্স-শোরুম দাম Rs.2,79,000। এই বাইকটির অন-রোড দাম হচ্ছে Rs.3,27,357। এই অন-রোড দামের মধ্যে কমপ্রিহেন্সিভ ইন্স্যুরেন্স আর RTO চার্জেস ধরা আছে। কমপ্রিহেন্সিভ ইন্স্যুরেন্স এর আপনাকে Rs.18,957 দিতে হবে আর RTO চার্জ হল Rs.29,400।

এক্স-শোরুমRs.2,79,000
অন-রোডRs.3,27,357
কমপ্রিহেন্সিভ ইন্স্যুরেন্সRs.18,957
RTO চার্জেসRs.29,400
Zontes 350R এর অন-রোড দামের সাথে মূল্য বিচ্ছেদ

Zontes 350R Down Payment and EMI in Kolkata

এই বাইকটির কোলকাতায় অন-রোড দাম হচ্ছে Rs.3,27,357। যদি আপনি Rs.50,000 ডাউনপেমেন্ট দেন তাহলে 60 মাসের জন্যে EMI হবে Rs.6,932। এই EMI টি 9.99% সুদের হারের উপর গণনা করা হয়েছে। মোট লোনের পরিমাণ হচ্ছে Rs.2,77,357 আর আপনাকে মোট Rs.4,15,920 ব্যাঙ্ককে ফেরত দিতে হবে। Rs.1,38,563 ব্যাঙ্ককে অতিরিক্ত পেমেন্ট দিতে হবে।

এক্স-শোরুমRs.2,79,000
অন-রোডRs.3,27,357
ডাউনপেমেন্টRs.50,000
60 মাসের EMIRs.6,932
সুদের হার9.99%
মোট লোনRs.2,77,357
মোট পরিশোধ Rs.4,15,920
অতিরিক্ত পেমেন্টRs.1,38,563
Zontes 350R EMI Details

দ্রষ্টব্য:- উপরে দেওয়া তথ্য গুলি ইন্টারনেট থেকে সংগৃহিত। আপনার লোকাল ডিলারের সাথে দাম, RTO চার্জ আর ইন্সুরেন্স যাচাই করে নেবেন।

আরও পড়ুন: Royal Enfield Hunter 350 Price in Kolkata EMI

Design

Zontes 350R Design
Credit: Zontes

350R এর ডিজিনটিকে অনেক স্পোর্টি রাখা হয়েছে। এই বাইকটি হল একটি স্ট্রিট ন্যাকেড স্পোর্ট বাইক। আমাদের মতে এই বাইকটির ডিজাইন Kawasaki Z900 এর ডিজাইন থেকে অনুপ্রেরিত।

হেডল্যাম্পের ডিজাইনটিকে খুব তীক্ষ্ণ রাখা হয়েছে। হেডল্যাম্পের সেটআপে রয়েছে LED লাইটিং সিস্টেম আর সাথে আইব্রোর ডিজাইনের DRL । বাইকের স্পোর্টি ডিজাইনকে অনুসরণ করে ফুয়েল ট্যাঙ্কটিকে ডিজাইন করা হয়েছে। তেলের ট্যাঙ্ক এর এক্সটেনশনগুলির জন্যে এই বাইকটির চেহারা আরও বিশাল মনে হয়। এই এক্সটেনশনগুলিতে আমরা এয়ারভেন্টস ও দেখতে পাই যার জন্যে সামগ্রিক ডিজাইনটিকে এরোডাইনামিক করে তোলে।

পিছনের দিকে আমরা অনন্য LED টেইলল্যাম্প ডিজাইন দেখতে পাই। ডান দিকে আমরা ডুয়াল এক্সস্ট পাইপ সেটআপ দেখতে পাই।

Performance and Handling

এই দানবকে একটি 348 cc এর সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, DOHC ইঞ্জিন শক্তি যোগায়। এই ইঞ্জিনটি 9500 rpm এ সর্বোচ্চ 38 হর্সপাওয়ারের সাথে 7500 rpm এ 32.8 Nm এর পিক টর্ক উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনটির সাথে একটি 6-স্পিড গিয়ারবক্স এর সংযোগ করা হয়েছে।

ভাল হ্যান্ডলিং এর জন্যে সামনে রয়েছে 43 mm এর ইনভার্টেড টেলিস্কোপিক সাসপেনশন। পিছনে একটি এডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। ভিবিন্ন রাইডিং পরিবেশের জন্যে 4টে রাইড মোড দেওয়া হয়েছে। এই বাইকটির সর্বোচ্চ গতি 150 কিমি প্রতি ঘন্টা।

Dimensions and Tyres

রাস্তায় ভাল গ্রিপের জন্যে এই বাইকে রয়েছে রেডিয়াল টিউবলেস টায়ার। সামনে 120/70 আর পিছনে 160/60 সাইজের টায়ার দেখতে পাওয়া যায়। সাধারণত এই সেগমেন্টে আমরা পিছনে 150/60 সাইজ পর্যন্ত টায়ার দেখতে পাই, তবে এই বাইকে আরও বড় টায়ার দেওয়া হয়েছে। এই বাইকে 17-ইঞ্চের অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

795 mm এর সিটের উচ্চতা হওয়ায় সব ধরণের রাইডারের জন্যে এই বাইকটি উপযুক্ত। 152 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাওয়া যায় এই মোটরসাইকেলে। এই বাইকটির ওজন 180 কেজি।

Zontes 350R Mileage

এই বাইকটির মাইলেজ 40 কিমি প্রতি লিটার। যেহেতু এই বাইকটিতে একটি 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে তাই এই বাইকটি অনায়াসে ফুল ট্যাঙ্কে 500 কিমি থেকে 600 রেঞ্জ দেবে।

Features

Zontes 350R Features
Credit: Zontes

এই বাইকটির তুলনামূলকভাবে উচ্চ দামকে ন্যায্যতা দেওয়ার জন্যে এই বাইকটিতে আমরা কিছু ফিচার দেখতে পাই যা সাধারণত এই সেগমেন্ট দেখতে পাওয়া যায় না। এই ফিচারগুলো হল – 5-ইঞ্চ এলসিডি কালার ডিজিটাল ডিসপ্লে, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, কিলেস কন্ট্রোল সিস্টেম, ডুয়াল ফাস্ট চার্জিং ইউএসবি পোর্ট, সামনে 320mm ও পিছনে 265mm ডিস্ক সহ ডুয়াল চ্যানেল ABS, ইলেকট্রনিক ফুয়েল ক্যাপ ও সিট লক আনলক, ব্যাকলিট সুইচ ও ইত্যাদি।

Competition

এই বাইকটি ভারতে KTM 390 Duke, Kawasaki Ninja 300, KTM RC 390, Honda CB300R ও Bajaj Pulsar NS400 এর সাথে প্রতিযোগিতা করে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment