নতুন Swift 2024 এ কি কি পরিবর্তন আসছে? জনকপ্রিয়ও হ্যাচব্যাক আসছে নতুন রূপ এ
ক্রেডিট: গুগল
Swift 2024 বাইরের ডিজাইন
ক্রেডিট: গুগল
ডিজাইন এর দিক থেকে দেখতে গেলে দুটো জেনারেশন এর মধ্যে বিশাল কোনো পার্থক্য নেই বরং একটা ইভোল্যুশন বলা যেতে পারে কিন্তু রেভোলুশন না।
Swift 2024 ইন্টেরিয়র ডিজাইন
ক্রেডিট: গুগল
ইন্টেরিয়র এ মারুতি অনেকটা পার্থক্য এনেছে পুরোনো মডেল এর তুলনায়। এখন ইন্টেরিয়র ডিজাইন অনেকটা মারুতি ফ্রনক্স এবং বালেনো এর মতন হয়ে গেছে।
Swift 2024 ফিচার্স
ক্রেডিট: গুগল
জাপান এ যে সুইফট টি লঞ্চ হয়েছে তাতে অনেক ফিচার্স দেখা গেছে আর তার মধ্যে অনেক গুলি ফিচার্স ভারতেও আসবে।
Swift 2024 ফিচার্স
ক্রেডিট: গুগল
সেগুলি হলো একটি 9.0-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেকনোলজি, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, সেমি -ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ওয়্যারলেস চার্জিং।
Swift 2024 ইঞ্জিন স্পেসিফিকেশন
ক্রেডিট: গুগল
নতুন জেনেরেশন এ যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটা হলো একটি নতুন 3-সিলিন্ডার 1.2-লিটার ইঞ্জিন যেটি সর্বোচ্চ 80 bhp এবং 108Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।
Swift 2024 ভারতে লঞ্চ
ক্রেডিট: গুগল
মারুতি ইতিমধ্যেই ভারতে নতুন সুইফটের পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে, আমরা আশা করতে পারি সুইফট 2024 সালের মাঝামাঝি ভারতে লঞ্চ হবে।
Swift 2024 এর দাম
ক্রেডিট: গুগল
নতুন সুইফট এর দাম মোটামুটি বর্তমান মডেলের তুলনায় 80 হাজার থেকে 1 লাখ টাকার বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ক্রেডিট: গুগল
নতুন সুইফট এর ব্যাপারে আরো পড়তে হলে নিচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করুন
Learn more