Top 5 Most Affordable Bikes with ABS in India 2024: আপনি কি জানেন ABS সহ শীর্ষ 5টি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাইক কোনগুলি? জেনে নিন সব খুঁটিনাটি

ক্রেডিট: গুগল

এই বাইকটি হল একমাত্র ১১০ সিসির দু-চাকা যেটা এবিএস এর সাথে আসে। এই বাইকটির এক্স-শোরুম দাম হল ৭৯,৩৭৩ টাকা। 

ক্রেডিট: গুগল

বাজাজ প্লাটিনা ১১০ এবিএস। 

এই বাইকটির এক্স-শোরুম দাম হল ৯৯,৫০০ টাকা। ব্রেকিং এর জন্যে রয়েছে সিঙ্গল-চ্যানেল এবিএস এর সঙ্গে সামনে একটি ২৭৬ মিমি ফ্রন্ট ডিস্ক।

ক্রেডিট: গুগল

Hero Xtreme 125R ABS 

এই বাইকটির এক্স-শোরুম দাম হল ১,১০,০০০ টাকা। ব্রেকিং এর জন্যে রয়েছে সিঙ্গল-চ্যানেল এবিএস এর সঙ্গে সামনে একটি ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক।

ক্রেডিট: গুগল

Honda Unicorn STD 

বাজাজ পালসার ১৫০ এর দুটি ভ্যারিয়েন্ট আছে - এসডি ও টিডি। এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে - ১,১১০,৪১৯ থেকে ১,১৫,৪১৮ টাকা। 

ক্রেডিট: গুগল

Bajaj Pulsar 150 

এই বাইকটির মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্টের দাম ১.১৮ লক্ষ টাকা এবং টপ মডেলের দাম রাখা হয়েছে ১.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।  

ক্রেডিট: গুগল

Bajaj Pulsar N150 

ক্রেডিট: গুগল

Top 5 Most Affordable Bikes with ABS in India 2024 এর ব্যাপারে আরও বিশদ এ জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন।