প্রজাতন্ত্র দিবস এ মাত্র 500 টাকায় শুরু হলো Kinetic Green E-Luna এর বুকিং - জেনে নিন দাম আর ফিচার্স

ক্রেডিট: kineticgreen.com

Kinetic E-Luna কে মাত্র Rs.500 এ প্রিবুক করা যাচ্ছে কোম্পানির ওয়েবসাইট kineticgreen.com এ।  

ক্রেডিট: kineticgreen.com

Kinetic Luna EV এর দাম রাখা হয়েছে 74,990 টাকা। বিভিন্ন অফার আর ডিসকাউন্টের সাহায্যে Flipkart-এ মাত্র 71,990 টাকা মূল্যে উপলব্ধ।  

ক্রেডিট: kineticgreen.com

ফ্লিপকার্টে E-Luna এই মুহূর্তে দুটি কালার অপসন এ পাওয়া যাচ্ছে যেগুলি হলো - ওসিয়েন ব্লু এবং মুলবেরি রেড।  

ক্রেডিট: kineticgreen.com

E-Luna রেঞ্জ 110 km হবে বলে বলা হয়েছে।  এই ইলেকট্রিক মপেডটিকে চার্জ করতে 4 থেকে  5 ঘন্টা সময় লাগবে।

ক্রেডিট: kineticgreen.com

লুনা একটি 2 Watt ব্রাশলেস ডিসি হাব মোটর দ্বারা চালিত হবে যেটি শক্তি পাবে একটি 2 kWh ব্যাটারী দ্বারা। 

ক্রেডিট: kineticgreen.com

এই মোটরটি 22 nm এর সর্বোচ টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং এর সর্বোচ গতি হলো 50 km/hr। 

ক্রেডিট: kineticgreen.com

এই ইলেকট্রিক মপেড এ 16-ইঞ্চি স্পোক হুইল থাকবে এবং উভয় প্রান্তে ড্রাম ব্রেকের সাথে কম্বি ব্রেকিং এর ফিচারটি পাওয়া যাবে। 

ক্রেডিট: kineticgreen.com

Kinetic Green E-Luna এর ওজন হলো 96 কেজি এবং 150 কেজি লোডিং ক্ষমতা পাওয়া যাবে। 

ক্রেডিট: kineticgreen.com

কাইনেটিক ই-লুনার অন্যান্য ফিচার গুলি হলো ইউএসবি চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড সেন্সর, লার্জ ক্যারি স্পেস, ডিটাচেবল রিয়ার সিট, ডিজিটাল কনসোল। 

ক্রেডিট: kineticgreen.com

বিভিন্ন সূত্র অনুসারে Kinetic Green 2024 সালের ফেব্রুয়ারি মাসে ই-লুনা লঞ্চ করবে৷ 

ক্রেডিট: kineticgreen.com

প্রজাতন্ত্র দিবস এ মাত্র 500 টাকায় শুরু হলো Kinetic Green E-Luna এর বুকিং - জেনে নিন দাম আর ফিচার্স এর ব্যাপারে আরো বিশদ এ জানতে হলে নিচে দেয়া লিংক এ ক্লিক করুন।    

ক্রেডিট: kineticgreen.com