Kinetic E-Luna launch: মাত্র 69,990 টাকায় লঞ্চ হয়ে গেল কাইনেটিক লুনা মোপেড, মাত্র 10 টাকায় ছুটবে 100 কিমি!

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

দীর্ঘ ২৩ বছর পর লঞ্চ করা হল এই মোপেডটিকে তবে বৈদ্যুতিক অবতারে। 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

এই ইলেকট্রিক মোপেডটিকে লঞ্চ করা হয়েছে দুটি ভ্যারিয়েন্টে - X1 ট্রিম ও X2 ট্রিম। 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

কাইনেটিক গ্রিন X1 ট্রিমের দাম রেখেছে ৬৯,৯৯০ টাকা ও X2 ট্রিমের দাম রেখেছে ৭৪,৯৯০ টাকা (এক্স-শোরুম)। 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

এই মূহুর্তে আপনি Kinetic E-Luna ৫০০ টাকায় বুক করতে পারবেন কোম্পানির ওয়েবসাইটে। 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

আগামী সময়ে কোম্পানি আরও দুটি ১.৭ এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের বিকল্প আনবে বলে জানিয়েছে।  

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

এই মোপেডটি ১৫০ কেজি ওজন বহন করতে সক্ষম বলে জানিয়েছে সংস্থা। 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

এই মোপেডটি একটি 2 kWh বাটাররির সাথে আসবে যা কোম্পানির মতে ১১০ কিমি অবধি রেঞ্জ দিতে পারবে। 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

কোম্পানির দাবি মাত্র ১০ পয়সা লাগবে প্রতি ১ কিমি চালাতে, আর আপনি যদি দিনে ১০০ কিমি চালান তাহলে মাসে লাগবে মাত্র ৩০০ টাকা।  

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

পরবর্তী কালে একটি ৩ কিলোওয়াট ব্যাটারির সাথে আসবে এই মোপেডটি এবং তার রেঞ্জ ১৫০ কিমি অবধি হবে 

ক্রেডিট: কাইনেটিক গ্রিন

Kinetic E-Luna launch: মাত্র 69,990 টাকায় লঞ্চ হয়ে গেল কাইনেটিক লুনা মোপেড, মাত্র 10 টাকায় ছুটবে 100 কিমি!, এর ব্যাপারে আরও বিশদ এ জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন।

ক্রেডিট: কাইনেটিক গ্রিন