Hyundai Nexo Price in India and Launch Date: ভারতে লঞ্চ হতে চলেছে প্রথম হাইড্রোজেন গাড়ি

ক্রেডিট: হিউন্দাই

নেক্সোর লঞ্চ সম্পর্কে হিউন্দাই এখনো কোনো আধিকারিক ঘোষণা করেনি। এই গাড়িটি ভারতে লঞ্চ হতে সময় লাগবে। 

ক্রেডিট: হিউন্দাই

বিভিন্ন সূত্র অনুসারে এই গাড়িটির দাম Rs.৬৫ লক্ষের উপর হবে বলে আশা করা হচ্ছে। হিউন্দাই এই এসইউভিটির দাম সম্পর্কে কোনো রকম ইঙ্গিত দেয়নি। 

ক্রেডিট: হিউন্দাই

হিউন্দাই ভারত মোবিলিটি এক্সপো ২০২৪ এ নিজের হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল (Hydrogen Fuel Cell Electric Vehicle) গাড়ি হিউন্দাই নেক্সো প্রদর্শন করেছে। 

ক্রেডিট: হিউন্দাই

হিউন্দাই নেক্সোতে একটি ১.৫৬ কিলোওয়াট ঘণ্টা (kWh) ব্যাটারি দেখতে পাওয়া যায়। এই এসইউভিটিকে একটি বৈদ্যতিক মোটর শক্তি প্রদান করে। 

ক্রেডিট: হিউন্দাই

এই মোটরটি সর্বোচ্চ ১২০ কিলোওয়াট শক্তি এবং ৩৯৫ এনএম এর পিক টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িটির সব থেকে বড় বৈশিষ্ট হল যে হাইড্রোজেনকে মাত্র ৫ মিনিটে রিফিল করা যায়   

ক্রেডিট: হিউন্দাই

এই গাড়িটি ফুল-ট্যাংক হাইড্রোজেনে ৬০০ কিমির উপর চলতে সক্ষম। জ্বালানি গাড়ির মতন অল্প রিফিলের সময় হওয়াতে এই প্রযুক্তিটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। 

ক্রেডিট: হিউন্দাই

একটি ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং এর সাথে ৭.০-ইঞ্চ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার 

ক্রেডিট: হিউন্দাই

এছাড়াও আছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং প্যাড, এয়ার পিউরিফায়ার, ক্রেল প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট-সিট, ইত্যাদি।

ক্রেডিট: হিউন্দাই

হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল বৈদ্যুতিক গাড়ির মতোই প্রপালশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার করে। 

ক্রেডিট: হিউন্দাই

হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করা হয় ফুয়েল সেলের সাহায্যে। এই গাড়িরগুলি প্রকৃতির জন্যে খুব ভালো কারণ, বর্জ পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড এর জায়গায় শুধুমাত্র স্বচ্ছ জল ত্যাগ করে। 

ক্রেডিট: হিউন্দাই

Hyundai Nexo Price in India and Launch Date: ভারতে লঞ্চ হতে চলেছে প্রথম হাইড্রোজেন গাড়ি, এর ব্যাপারে আরও বিশদ এ জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন।  

ক্রেডিট: হিউন্দাই