Bajaj Boxer 155 Launch Date In India 2024: নতুন রূপে আবার লঞ্চ হতে চলেছে বাজাজ বক্সার, জানুন দাম আর ফিচার্স

ক্রেডিট: বাজাজ

বিভিন্ন সূত্র অনুযায়ী এটা মনে করা হচ্ছে যে এই বছরের শেষে বা পরের বছরের শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে বক্সার ১৫৫। 

ক্রেডিট: বাজাজ

বিভিন্ন সূত্র অনুযায়ী এই নিও রেট্রো বাইকটির এক্স-শোরুম দাম Rs.১,১০,০০০ থেকে  Rs.১,২০,০০০ এর মধ্যে হতে পারে। 

ক্রেডিট: বাজাজ

সম্ভবত এই বাইকটির ডিজাইন বাজাজ বক্সার ১৫০এক্স এর উপর ভিত্তি করে হবে।  বক্সার ১৫০এক্স একটি অফ-রোড ফোকাস্ড মোটরসাইকেল। 

ক্রেডিট: বাজাজ

বাজাজ এই বাইকটিতে একটি ১৪৪.৮ সিসি, ৪-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, ন্যাচারাল এয়ার-কুল্ড ইঞ্জিন এর সাথে লঞ্চ করতে পারে।

ক্রেডিট: বাজাজ

এই বাইকটির সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘন্টা হবে বলে আশা করা হচ্ছে। এই বাইকটিতে ১১ লিটারের তেলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যাবে। 

ক্রেডিট: বাজাজ

বক্সার ১৫৫ এর মাইলেজ সম্পর্কে কোন ঘোষণা করেনি বাজাজ। তবে, যে ১৪৪.৮ সিসি ইঞ্জিনটি ব্যবহার হবে সেটির মাইলেজ ৫০ কিমি প্রতি লিটার বলা হয়।  

ক্রেডিট: বাজাজ

এই বাইকটিকে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিজিটাল ক্লাস্টার ছাড়াও এলইডি (LED) ডিআরএল (DRL), ইউএসবি (USB) চার্জিং পোর্ট থাকবে এই বাইকটিতে।  

ক্রেডিট: বাজাজ

নতুন রূপে আবার লঞ্চ হতে চলেছে বাজাজ বক্সার, জানুন দাম আর ফিচার্স এর ব্যাপারে আরও বিশদ এ জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন।  

ক্রেডিট: বাজাজ