Hero Xtreme 125R: হিরো লঞ্চ করলো Xtreme 125R জেনে নিন দাম, মাইলেজ, ইঞ্জিন ও বিভিন্ন ডিটেলস

ক্রেডিট: গুগল

Hero Xtreme 125R এর ডিজাইন সাধারণ হিরো বাইক এবং বাজারে বাকি 125cc মোটরসাইকেলের থেকে একদম আলাদা এবং একটি ইউনিক ও এট্ট্রাক্টিভ লুকের সাথে বাজারে ঝড় তুলে দেবে। 

ক্রেডিট: গুগল

Hero- এই নতুন বাইকটিকে স্টাইলিশ ও স্পোর্টি লুকের সাথে বাজারে নামিয়েছে। সামনের দিকে Xtreme 200S -এর মতই লো-স্লাং ফুল LED হেডলাইট দেখতে পাওয়া যাচ্ছে। 

ক্রেডিট: গুগল

Xtreme 125R একটি সম্পূর্ণ নতুন এয়ার-কুলড 125cc BS6-2.0 কমপ্লায়েন্ট একক-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হয় যা 8,250rpm-এ 11.4bhp এবং  6,000rpm-এ 10.5Nm পিক টর্ক উত্পাদন করে।

ক্রেডিট: গুগল

এই মোটরসাইকেলটি  5-স্পীড ওয়েট মাল্টিপ্লেট গিয়ারবক্সের সাথে আসে। Hero দাবি করেছে যে Xtreme 125R-এর মাইলেজ 66kmpl। 

ক্রেডিট: গুগল

বাইকটিতে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে যা আরো ভালো রাইডিং অভিজ্ঞতার জন্য রাইডারদের বিভিন্ন তথ্য প্রদান করে। 

ক্রেডিট: গুগল

Hero Xtreme 125R  মোট দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস IBS ভেরিয়েন্টের দাম 95,000 টাকা এক্স-শোরুমের এবং টপ-এন্ড ABS ভেরিয়েন্টের দাম 99,500 টাকা এক্স-শোরুম। 

ক্রেডিট: গুগল

Hero Xtreme 125R: হিরো লঞ্চ করলো Xtreme 125R জেনে নিন দাম, মাইলেজ, ইঞ্জিন ও বিভিন্ন ডিটেলস এর ব্যাপারে আরো বিশদ এ জানতে হলে নিচে দেয়া লিংক এ ক্লিক করুন।  

ক্রেডিট: গুগল