ক্রেডিট: গুগল
ক্রেডিট: গুগল
এই মুহূর্তে বাজাজ সিটি ১২৫ এক্স (Bajaj CT 125X) হল ভারতবর্ষের সব থেকে সস্তা ১২৫ সিসি বাইক। এই বাইকটি মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় - ড্রাম ও ডিস্ক।
ক্রেডিট: গুগল
ড্রাম ভ্যারিয়েন্টের কলকাতায় এক্স-শোরুম দাম হল Rs.৭৩,৭০২ ও ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৭৬,৯০২। ।
ক্রেডিট: গুগল
হোন্ডা শাইন, ১২৫ সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক। এই মুহূর্তে মোট দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায় - ড্রাম ওবিডি ২ আর ডিস্ক ওবিডি ২।
ক্রেডিট: গুগল
ড্রাম ওবিডি ২ আর ডিস্ক ওবিডি ২ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম যথাক্রমে - Rs.৭৯,৮০০ আর Rs.৮৩,৮০০।
ক্রেডিট: গুগল
এই তালিকায় ৩ নম্বর স্থান অর্জন করেছে হিরো সুপার স্প্লেন্ডর। ভারতে স্প্লেন্ডার একটি আইকনিক ব্র্যান্ড, ফলে ১২৫ সিসি সেগমেন্টের অন্যতম বিক্রি হওয়া বাইক এটি।
ক্রেডিট: গুগল
এই বাইকটির ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম যথাক্রমে - Rs.৮০,৮৪৮ ও Rs.৮৪,৭৪৮।
ক্রেডিট: গুগল
বাজাজ পালসার নিজের স্পোর্টি লুক্স আর পারফরম্যান্সের জন্যে বিখ্যাত। বাজাজ পালসার ১২৫ ও কোন ব্যাতিক্রম নয়।
ক্রেডিট: গুগল
নিয়ন সিঙ্গেল সিট ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.৮০,৪১৬ আর কার্বন ফাইবারের এক্স-শোরুম দাম Rs.৮৯,৭০২।
ক্রেডিট: গুগল
এসপি ১২৫ এর এই মুহূর্তে তিনটি ভ্যারিয়েন্ট আছে এবং সেগুলি হল - ড্রাম, ডিস্ক ও স্পোর্টস এডিশন।
ক্রেডিট: গুগল
ড্রাম ভ্যারেন্টের এক্স-শোরুম দাম Rs.৮৬,১২৩, ডিস্ক ভ্যারেন্টের এক্স-শোরুম দাম Rs.৯০,১২৩ আর স্পোর্টস এডিশনের এক্স-শোরুম দাম ৯০,৬৭৩।
ক্রেডিট: গুগল
2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইকগুলির ব্যাপারে আরও বিশদ এ জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন।