---Advertisement---

২০২৪ সালে ভারতের সেরা ১০টি সস্তা সিএনজি গাড়িগুলো কি?

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
২০২৪ সালে ভারতের সেরা ১০টি সস্তা সিএনজি গাড়ি

---Advertisement---

Top 10 Cheapest CNG cars in India in 2024: গোটা বিশ্বে জ্বালানির দাম ক্রমাগত বেড়ে চলেছে। ভারত, বিশ্বের তৃতীয় বড় পেট্রোলিয়াম ব্যয়কারী দেশ। পেট্রলের বাড়ন্ত দামের প্রভাবের জন্যে ভারতের আমজনতা এখন সিএনজি জ্বালানি গাড়ি কিনতে বেশি আগ্রহী হয়ে উঠেছে।

সিএনজির রয়েছে অনেক সুবিধা যেমন এটি পেট্রোলের তুলনায় কিনতে সস্তা। তাছাড়া, সিএনজি গাড়িগুলির মাইলেজ ও পেট্রল গাড়ির তুলনায় গড়ে প্রায় ২৫ শতাংশ বেশি হয়। সিএনজি জ্বালানি হিসেবে পেট্রল এর তুলনায় কম দূষণ ও ছড়ায়।

ইলেকট্রিক বা হাইব্রিড গাড়িগুলি যতদিন পুরোপুরি অবলম্বন না করা হচ্ছে, ততোদিন সিএনজি গাড়িগুলি একটি ভালো বিকল্প রূপে আত্মপ্রকাশ করেছে।

আমরা আজ এই আর্টিকেলে ২০২৪ সালে ভারতের সেরা ১০টি সস্তা সিএনজি গাড়ি আলোচনা করব।

২০২৪ সালে ভারতের সেরা ১০টি সস্তা সিএনজি গাড়ি

নিচে দেওয়া তালিকায় আমরা ২০২৪ সালে ভারতের শীর্ষ ১০টি সস্তা সিএনজি গাড়ির দাম, পারফরমেন্স, ফিচার্স আর মাইলেজ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।

১. মারুতি সুজুকি অল্টো এস সিএনজি

মারুতি সুজুকি অল্টো এস সিএনজি

মারুতি সুজুকি অল্টো এস সিএনজি হল ভারতের সব থেকে সস্তা সিএনজি গাড়ি। এলএক্সআই (ও) ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম হল Rs.৫,১৩,০০০/-।

এই গাড়িটি একটি ৭৯৬সিসি ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৪০.৯২ পিএস এর শক্তির সাথে ৬০ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩১.৫৯ কিমি।

অল্টো তে রয়েছে ৭-ইঞ্চ স্মার্টপ্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ এবিএস, ও ইত্যাদি।

২. মারুতি সুজুকি অল্টো কে১০ এস সিএনজি

মারুতি সুজুকি অল্টো কে১০ এস সিএনজি

মারুতি সুজুকি অল্টো কে১০ এস সিএনজি হল অল্টোর ৮০০ এর বেশি শক্তিশালী ভার্সন। এই গাড়িটির এক্স-শোরুম দাম Rs.৫,৭৩,৫০০/- থেকে শুরু।

এই গাড়িটি একটি ৯৯৮সিসি ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৫৬.৬৯ পিএস এর শক্তির সাথে ৮২.১ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩৩.৮৫ কিমি।

অল্টো কে১০ এ রয়েছে ৭-ইঞ্চ স্মার্টপ্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৪টে স্পীকারর্স, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ ইবিডি সহ এবিএস, ও ইত্যাদি।

৩. মারুতি সুজুকি এস-প্রেসো এস সিএনজি

মারুতি সুজুকি এস-প্রেসো এস সিএনজি

মারুতি সুজুকি এস-প্রেসো এস সিএনজি হল সংস্থার তরফ থেকে একটি মাইক্রো এসইউভি। এই গাড়িটির এক্স-শোরুম দাম Rs.৫,৯১,৫০০/- থেকে শুরু।

এই গাড়িটি একটি ৯৯৮সিসি ইঞ্জিন দ্বারা শক্তি পায়। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৫৬.৬৯ পিএস এর শক্তি আর ৮২.১ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩২.৭৩ কিমি।

এস-প্রেসো তে রয়েছে ৭-ইঞ্চ স্মার্টপ্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেক্ট্রিকালি এডজাস্টেবল ওআরভিএম , স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ ইবিডি সহ এবিএস, হিল-হোল্ড এসিস্ট, ও ইত্যাদি।

৪. মারুতি সুজুকি ওয়াগনআর এস সিএনজি

মারুতি সুজুকি ওয়াগনআর এস সিএনজি

মাইলেজের দিক থেকে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে মারুতি সুজুকি ওয়াগনআর এস সিএনজি। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩৪.০৫ কিমি।

ওয়াগনআর এস সিএনজি এর এক্স-শোরুম দাম Rs.৬,৪৪,৫০০/- থেকে শুরু। এই গাড়িটির ৯৯৮সিসি ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৫৬.৭০ পিএস এর শক্তি আর ৮২.১ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে।

ওয়াগনআর এ রয়েছে ৭-ইঞ্চ স্মার্টপ্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেক্ট্রিকালি এডজাস্টেবল ওআরভিএম ,৪ টে স্পিকার, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ ইবিডি সহ এবিএস, হিল-হোল্ড এসিস্ট, ও ইত্যাদি।

৫. মারুতি সুজুকি সেলেরিও এস সিএনজি

মারুতি সুজুকি সেলেরিও এস সিএনজি

মাইলেজের দিক থেকে ভারতে প্রথম স্থান অর্জন করেছে মারুতি সুজুকি সেলেরিও এস সিএনজি। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩৪.৪৩ কিমি।

সেলেরিও ভিএক্সআই সিএনজি এর এক্স-শোরুম দাম Rs.৬,৭৩,৫০০/-। এই গাড়িটির ৯৯৮সিসি ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৫৬.৭০ পিএস এর শক্তি আর ৮২.১ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে।

সেলেরিও এ রয়েছে ৭-ইঞ্চ স্মার্টপ্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেক্ট্রিকালি এডজাস্টেবল ওআরভিএম , ইঞ্জিন পুশ স্টার্ট-স্টপ বাটন, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ ইবিডি সহ এবিএস, হিল-হোল্ড এসিস্ট, ও ইত্যাদি।

আরও পড়ুন: ২০২৪ এ ভারতে ১০টি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এসইউভি

৬. টাটা টিয়াগো সিএনজি

Tata Tiago

দাম অনুযায়ী টাটা টিয়াগো সিএনজি, টাটার তরফ থেকে সব চেয়ে সস্তা সিএনজি গাড়ি। এই গাড়িটির সিএনজি জ্বালানি ভ্যারিয়েন্টগুলির দাম এক্স-শোরুম Rs.৬,৫৯,৯০০/- থেকে শুরু।

এই গাড়িটি একটি ১১৯৯ সিসি, ৩-সিলিন্ডার, টার্বোচার্জড রেভোট্রন পেট্রল ইঞ্জিন দ্বারা শক্তি পায়। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৭৩.৪ পিএস এর শক্তি আর ৯৫ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ২৬.৪৯ কিমি।

টিয়াগো তে রয়েছে ৭-ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে ৮ স্পিকার সারাউন্ড সাউন্ড সিস্টেম। এছাড়াও রয়েছে অটোম্যাটিক হেডল্যাম্প স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ও ইত্যাদি।

৭. টাটা পাঞ্চ সিএনজি

টাটা পাঞ্চ

টাটা পাঞ্চ সিএনজি এই তালিকায় ভারতে সপ্তম সস্তা সিএনজি গাড়ি আর প্রথম কম্প্যাক্ট এসইউভি। এই গাড়িটির সিএনজি জ্বালানি ভ্যারিয়েন্টগুলির দাম এক্স-শোরুম Rs.৭,২২,৯০০/- থেকে শুরু।

এই গাড়িটি একটি ১১৯৯ সিসি, ৩-সিলিন্ডার, টার্বোচার্জড রেভোট্রন পেট্রল ইঞ্জিন দ্বারা শক্তি পায়। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৭৩.৫ পিএস এর শক্তি আর ১০৩ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ২৬.৯৯ কিমি।

টাটা পাঞ্চ এ রয়েছে ৭-ইঞ্চ হারমান ফ্লোটিং ইনফোটেনমেন্ট, ৭-ইঞ্চ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রিক সানরুফ, ত্রুজ কন্ট্রোল, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল-এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ও ইত্যাদি।

আরও পড়ুন: ভালো মাইলেজ সহ 160cc সেগমেন্টে সেরা 5টি বাইক

৮. টাটা আলট্রোজ সিএনজি

Tata Altroz

ভারতের অষ্টম সব থেকে সস্তা সিএনজি গাড়ি হল টাটা আলট্রোজ সিএনজি। এই গাড়িটির সিএনজি জ্বালানি ভ্যারিয়েন্টগুলির দাম এক্স-শোরুম Rs.৭,৫৯,৯০০/- থেকে শুরু। এই গাড়িটি এই তালিকায় প্রথম প্রিমিয়াম হ্যাচব্যাক।

এই গাড়িটি একটি ১১৯৯ সিসি, ৩-সিলিন্ডার, টার্বোচার্জড রেভোট্রন পেট্রল ইঞ্জিন দ্বারা শক্তি পায়। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৭৩.৫ পিএস এর শক্তি আর ১০৩ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ২৬.২ কিমি।

টাটা আলট্রোজ এ রয়েছে ৭-ইঞ্চ হারমান দ্যাশটপ ইনফোটেনমেন্ট, ৭-ইঞ্চ টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রিক সানরুফ, ত্রুজ কন্ট্রোল, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল-এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, রিভার্স পার্কিং ক্যামেরা, ও ইত্যাদি।

৯. হিউন্দাই গ্রান্ড আই১০ নিওস সিএনজি

হিউন্দাই-গ্রান্ড আই১০-নিওস-সিএনজি

হিউন্দাই গ্রান্ড আই১০ নিওস সিএনজি হল ভারতের নবম ও হিউন্দাই এর সব থেকে সস্তা সিএনজি গাড়ি। এই গাড়িটির সিএনজি জ্বালানি ভ্যারিয়েন্টগুলির দাম এক্স-শোরুম Rs.৭,৬৮,৩০০/- থেকে শুরু।

এই গাড়িটি একটি ১১৯৭ সিসি ৪-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দ্বারা শক্তি পায়। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৬৯ পিএস এর শক্তি আর ৯৫.২ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ২৭ কিমি।

গ্রান্ড আই১০ নিওস এ রয়েছে ৮-ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেম, ৩.৫-ইঞ্চ মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি।

১০. মারুতি সুজুকি সুইফট এস সিএনজি

মারুতি সুজুকি সুইফট এস সিএনজি

এই তালিকায় দশম স্থানে মারুতি সুজুকি সুইফট এস সিএনজি। এই গাড়িটির সিএনজি জ্বালানি ভ্যারিয়েন্টগুলির দাম এক্স-শোরুম Rs.৭,৯০,০০০/- থেকে শুরু।

এই গাড়িটি একটি ১১৯৭ সিসি, কে সিরিজ, ৪-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দ্বারা শক্তি পায়। এই ইঞ্জিনটি সিএনজি জ্বালানিতে সর্বোচ্চ ৭৭.৪৯ পিএস এর শক্তি আর ৯৮.৫ এনএম এর পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩০.৯০ কিমি।

সুইফট এ রয়েছে ৭-ইঞ্চ স্মার্টপ্লে স্টুডিও টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেক্ট্রিকালি এডজাস্টেবল ওআরভিএম , ইঞ্জিন পুশ স্টার্ট-স্টপ বাটন, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ও ইত্যাদি ফিচার্স। সেফটির জন্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ ইবিডি সহ এবিএস, হিল-হোল্ড এসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ও ইত্যাদি।

আরও পড়ুন: 2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইক

উপসংহার

আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে ২০২৪ সালে ভারতের সেরা ১০টি সস্তা সিএনজি গাড়ি নিয়ে আলোচনা করেছি। এই আলোচনায় রয়েছে প্রত্যেকটি গাড়ির দাম, ফিচার্স ও পারফরম্যান্স। আপনি যদি বাজেটের মধ্যে সিএনজি গাড়ি কিনতে চান তাহলে উপরে উল্লেখিত গাড়িগুলো দেখতে পারেন। প্রত্যেকটি গাড়ির অফিসিয়াল সাইট এর লিংক দেওয়া আছে, আপনি অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে টেস্ট ড্রাইভ বুক করতে পারবেন। আপনার সময়ের জন্যে ধন্যবাদ।

FAQ

কোন সিএনজির মাইলেজ সবচেয়ে বেশি?

মাইলেজের দিক থেকে ভারতে প্রথম স্থান অর্জন করেছে মারুতি সুজুকি সেলেরিও এস সিএনজি। এই গাড়িটির মাইলেজ প্রতি কেজি ৩৪.৪৩ কিমি।

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment