---Advertisement---

Royal Enfield Bullet 350 Price in West Bengal: ৯ দশক ধরে রাজত্ব করছে এই বাইক, জেনে নিন 2024 সালে বুলেট 350 এর অন-রোড দাম আর EMI

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Royal Enfield Bullet 350 Price in West Bengal

---Advertisement---

Royal Enfield Bullet 350 Price in West Bengal: রয়্যাল এনফিল্ডের সব থেকে আইকনিক বাইক হচ্ছে বুলেট 350। ১৯৩২ সাল থেকে টানা প্রোডাক্শনে বর্তমান এই বাইকটি। বর্তমানকালে রয়্যাল এনফিল্ডের পোর্টফোলিওতে অনেক নতুন মডেল যোগ দিলেও ক্রেতাদের মধ্যে এখনও জনপ্রিয় বুলেট 350। আপনি যদি বুলেট 350 কেনার কথা ভাবছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা এই আর্টিকেলে রয়্যাল এনফিল্ডের বুলেট 350 এর অন-রোড দামের সাথে EMI স্কিম ও ফিচার্স নিয়ে আলোচনা করব।

Royal Enfield Bullet 350 Price in West Bengal: Variants and On-Road Price

বুলেট 350 এর এই মুহূর্তে মোট ৪টে ভ্যারিয়েন্ট এ পাওয়া যায়। বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.1,73,564 থেকে শুরু হয়ে টপ মডেলের এক্স-শোরুম দাম Rs.2,15,803 পর্যন্ত যায়। নিচে দেওয়া তালিকায় প্রত্যেকটি ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম আর অন-রোড দাম দেওয়া হয়েছে। অন-রোড দামে RTO চার্জেসের সাথে ইন্স্যুরেন্স ধরা আছে।

Royal Enfield Bullet 350 Variants

আমরা নিচে দেওয়া তালিকায় কলকাতার এক্স-শোরুম আর অন-রোড দাম ও চার্জেসগুলিকে রেফারেন্স হিসেবে ধরেছি। গোটা পশ্চিমবঙ্গেই বুলেট 350 এর এক্স-শোরুম দাম, অন-রোড দাম, RTO চার্জেস ও ইন্স্যুরেন্স একই রকম। ট্রানজিট চার্জেসের জন্যে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে।

  • মিলিটারি রেড আর মিলিটারি ব্ল্যাক : এটি হল বেস ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.1,73,564। মিলিটারি রেড আর মিলিটারি ব্ল্যাক ভ্যারিয়েন্টের অন-রোড দাম Rs.2,02,529। RTO চার্জেস হচ্ছে Rs.17,356 ও ইন্স্যুরেন্স হল Rs.11,609।
  • মিলিটারি সিলভার রেড আর মিলিটারি সিলভার ব্ল্যাক : এই ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.1,79,000। মিলিটারি সিলভার রেড আর মিলিটারি সিলভার ব্ল্যাক অন-রোড দাম Rs.2,08,600। RTO চার্জেস হচ্ছে Rs.17,900 ও ইন্স্যুরেন্স Rs.11,700।
  • স্ট্যান্ডার্ড মারুন আর স্ট্যান্ডার্ড ব্ল্যাক : এই ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.1,97,436। স্ট্যান্ডার্ড মারুন আর স্ট্যান্ডার্ড ব্ল্যাক ভ্যারিয়েন্টের অন-রোড দাম Rs.2,29,189। RTO চার্জেস হচ্ছে Rs.19,743 ও ইন্স্যুরেন্স Rs.12,010।
  • ব্ল্যাক গোল্ড : এটি হল টপ ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.2,15,803। ব্ল্যাক গোল্ড ভ্যারিয়েন্টের অন-রোড দাম Rs.2,49,702। RTO চার্জেস হচ্ছে Rs.21,580 ও ইন্স্যুরেন্স Rs.12,319।

আরও পড়ুন: Royal Enfield Classic 350 Price in West Bengal

Royal Enfield Bullet 350 Down Payment and EMI in Kolkata

Royal Enfield Bullet 350 Down Payment and EMI in Kolkata

আপনি যদি বেস মিলিটারি রেড অথবা মিলিটারি ব্ল্যাক ভ্যারিয়েন্টটি কিনতে চান তাহলে আপনার অন-রোড দাম Rs.2,02,529 পড়বে। Rs.30000 ডাউনপেমেন্ট করলে 36 মাসের EMI হবে Rs.5,527। এই EMI টি 9.50% সুদের হারের উপর ভিত্তি করে গণনা করা হয়েছে। মোট লোনের পরিমান হবে Rs.1,72,529। আপনাকে ব্যাঙ্ককে মোট Rs.1,98,972 ফেরত দিতে হবে যার মধ্যে Rs.26,443 অতিরিক্ত পেমেন্ট দিতে হবে।

ধরণমিলিটারি রেড/মিলিটারি ব্ল্যাক
এক্স-শোরুম দামRs.1,73,564
অন-রোড দামRs.2,02,529
ডাউনপেমেন্টRs.30000
36 মাসের EMIRs.5,527
সুদের হার9.50%
মোট পরিশোধRs.1,98,972
অতিরিক্ত পেমেন্টRs.26,443

দ্রষ্টব্য:- কেনার আগে আপনার লোকাল ডিলার আর ফাইনান্সার এর সাথে দাম ও EMI সম্পর্কে তথ্য যাচাই করে নেবেন।

আরও পড়ুন: Upcoming Royal Enfield Bikes in 2024

Royal Enfield Bullet 350 Performance

রয়্যাল এনফিল্ড বুলেট 350 ২০২৩ সালের উপডেটের পর J-সিরিজ 349.34 cc সিঙ্গল সিলিন্ডার, 4 স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন ব্যাবহার করছে যা bs6-2.0 কমপ্লায়েন্ট। এই ইঞ্জিনটি 6100 আরপিএমে 20.2 বিএইচপির শক্তি এবং 4000 আরপিএমে 27 এনএম এর পিক টর্ক উৎপন্ন করে।

এই ইঞ্জিনটির সাথে একটি 5-স্পিড গিয়ার্বক্স দেওয়া হয়েছে।

Royal Enfield Bullet 350 Mileage

রয়্যাল এনফিল্ডের অনুযায়ী বুলেট 350 এর মাইলেজ 36.2 কিমি প্রতি লিটার।

Dimension, Chassis, Suspension and Brakes

Royal Enfield Bullet 350 Dimension, Chassis, Suspension and Brakes

চেসিসের জন্যে বুলেট 350 এ টুইন ডাউনটিউব স্পাইন ফ্রেমকে ব্যবহার করা হয়েছে। সামনের সাসপেনশনের জন্যে 41 মিমির টেলিস্কোপিক ফর্ক ব্যাবহার করা হয়েছে। পিছনে আমরা 6-স্টেপ এডজাস্টেবল প্রিলোড টুইন টিউব ইমালসন শক এবসর্বার দেখতে পাই।

এই বাইকটির কার্ব ওজন 195 কেজি, এই বাইকটির হুইলবেস 1390 মিমি, দৈর্ঘ্য 2110 মিমি, সিটের উচ্চতা 805 মিমি, ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিমি। সামনে 19 ইঞ্চ ও পিছনে 18 ইঞ্চ স্পোক হুইল ব্যবহার করা হয়েছে, কোন অ্যালয় হুইলের অপশপন দেওয়া হয়নি। একটি 13 লিটারের তেলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় এই মোটরসাইকেলটিতে।

সামনে একটি 300 মিমি ও পিছনে 270 মিমির ডিস্ক ব্রেক ব্যাবহার করা হয়েছে। এই বাইকটিতে ডুয়াল-চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: Royal Enfield Hunter 350 Price in Kolkata EMI

Features

Royal Enfield Bullet 350 Updated Instrument Cluster

উপডেটের পর বুলেট 350 এ একটি নতুন ডিজিটাল-এনালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে USB চার্জিং পোর্ট ও দেওয়া হয়েছে।

Conclusion

বুলেট ব্রান্ডটি রয়্যাল এনফিল্ডের একটি আইকনিক প্রোডাক্ট। ৯০ বছরের বেশি সময় ধরে বাজারে বর্তমান থাকলেও ক্রেতাদের মধ্যে এই বাইকটির চাহিদা কমেনি। আর এর জন্যে সংস্থা এই বাইকটিকে সময় সময় আপডেট করে চলে এসেছে। আপনি যদি পশ্চিমবঙ্গে বুলেট 350 কিনতে চান তাহলে এই আর্টিকেলে আমরা এই বাইকটির এক্স-শোরুম আর অন-রোড দাম, ফিচার্স ও EMI স্কিম নিয়ে আলোচনা করেছি।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment