---Advertisement---

New Tata Punch EV Rival: টাটা পাঞ্চ ইভিকে টক্কর দিতে নতুন গাড়ি আন্তে চলেছে এমজি

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
New-Tata-Punch-EV-Rival

---Advertisement---

New Tata Punch EV Rival: টাটা পাঞ্চ ইভি বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতের জনতার অন্যতম প্রিয় ইলেকট্রিক গাড়ি হয়ে উঠেছে পাঞ্চ ইভি। এবার, পাঞ্চ ইভিকে টক্কর দিতে একটি নতুন গাড়ি আন্তে চলেছে এমজি। বছরের শেষ পর্যন্ত এই নতুন ইলেকট্রিক গাড়িটিকে বাজারে লঞ্চ করে দেবে বলে ঘোষণা করেছে এমজি।

এই গাড়িটি সম্ভবত বাওজুন য়েপ (Baojun Yep), এমজি এই গাড়িটিকে ইতিমধ্যেই ভারতে ট্রেড্মার্ক করে দিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এই নতুন টাটা পাঞ্চ ইভির প্রতিদ্বন্দ্বীর সম্পর্কে আলোচনা করবো।

New Tata Punch EV Rival: এখনো পর্যন্ত লঞ্চ সম্পর্কে আমরা যা জানি

ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধির লাভ তুলতে নতুন গাড়ি আনবে এমজি। এমজি মোটরসের এমডি, রাজীব চাবা ঘোষণা করেছেন যে উৎসব মরশুমে একটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে প্রস্তুত সংস্থা। এই গাড়িটি সএআইসি মোটরস এবং জেএসডব্লিউ গ্রুপের যৌথ উদ্যোগের অধীনে প্রথম গাড়ি হবে। এই দুটি সংস্থার গত বছর এই যৌথ উদ্যোগে অংশগ্রহণ করে।

এবার আসল প্রশ্ন হল যে এমজি কোন গাড়িটিকে ভারতে আন্তে চলেছে? বিভিন্ন সূত্র অনুযায়ী এই গাড়িটি হল বাওজুন য়েপ। এই বাওজুন য়েপ হল এমজি কমেটের একটি বড়ো সংকরণ।

Baojun Yep Dimension (ডাইমেনশন)

Baojun-Yep-Dimension

বাওজুন য়েপ (Baojun Yep) হল একটি ব্যাটারি চালিত বৈদ্যুতিক ক্রসওভার সিটি কার। বাইরের দেশে এটি ৩-ডোর আর ৫-ডোর বডি স্টাইলে পাওয়া যায়। ৫-ডোর ভ্যারিয়েন্ট এর নাম য়েপ প্লাস (Yep Plus)। এই গাড়িটির দৈর্ঘ হল ৩,৩৮১ মিমি (য়েপ) আর ৩,৯৯৬ মিমি (য়েপ প্লাস), প্রস্থ ১,৬৮৫ মিমি (য়েপ) আর ১,৭৬০ মিমি (য়েপ প্লাস), এই গাড়িটির হুইলবেস হল ২,১১০ মিমি (য়েপ) আর ২,৫৬০ মিমি য়েপ প্লাস)।

তবে, ভারতে য়েপের ৩-ডোর ভার্সনটি আসবে বলে আশা করা হচ্ছে। গাড়িটি কমেটের তুলনায় অনেক বড়ো আর এমজি ইতিমধ্যেই এই গাড়ির ডিজাইন ভারতে পেটেণ্টও করে করে নিয়েছে। ভারতে এই গাড়ির ডাইমেনশন আর ডিজাইনের ক্ষেত্রে কোন পার্থক্য হবে না শুধু মাত্র লোগো ছাড়া।

Baojun Yep ব্যাটারি আর রেঞ্জ (Battery and Range)

Baojun-Yep-Battery-and-Range

বাইরে বাওজুন য়েপ একটি ২৮.১ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি প্যাকের সাথে পাওয়া যায়। এই গাড়িটির রেঞ্জ ৩০৩ কিমি বলে দাবি করা হয়েছে।

ভারতে তবে এই গাড়িটি কমেটের ব্যাটারি প্যাক পাবে বলে আশা করা হচ্ছে। কমেট একটি ১৭.১ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারির সাথে আসে আর সর্বোচ্চ ২৩০ কিমি রেঞ্জ দিতে পারে।

Baojun Yep পারফরম্যান্স (Performance)

বাওজুন য়েপের ইলেক্টিক মোটর সর্বোচ্চ ৬৮ পিএসের শক্তির সাথে ১৪০ এনএমের পিক টর্ক উৎপন্ন করে। এই ইলেকট্রিক গাড়ির সর্বোচ্চ গতি হল ১০০ কিমি প্রতি ঘন্টা। এই গাড়ির ওজন ১,০০৬ কেজি।

তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ভারতে এই গাড়িটি কমেটের ব্যাটারির সাথে মোটর ও পাবে। কমেটে আমরা পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস (Permanent Magnet Synchronous Motor) মোটর দেখতে পাই. এই মোটরটি সর্বোচ 42 PS শক্তি এবং সর্বোচ 110 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

Baojun Yep ফিচার্স (Features)

Baojun-Yep-Interior

বাওজুন য়েপের আর কমেটের ইন্টেরিয়রের ফিচার প্রায় একই রকম। ইন্টেরিয়র এ স্টিয়ারিং হুইল এ কন্ট্রোলসের সাথে লেদারের ব্যবহার করা হয়েছে, সিট এ আমরা ফ্যাব্রিক এর ব্যবহার দেখতে পাই। ডুয়াল-ফ্লোটিং স্ক্রিন দেওয়া হয়েছে যাতে একটি 10.25-ইঞ্চ ইনফোটেনমেন্ট স্ক্রিন এর সাথে একটি 10.25-ইঞ্চ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে।

Baojun Yep কবে লঞ্চ হবে আর কত দাম হবে? (New Tata Punch EV Rival Launch Date and Price)

এমজি, বাওজুন য়েপের লঞ্চের সঠিক তারিখ এখনও ঘোষণা করেনি। তবে, বিভিন্ন সূত্র অনুযায়ী দিওয়ালির আসে পাশে লঞ্চ হতে পারে এমজি য়েপ (MG Yep)।

যেহেতু এটি টাটা পাঞ্চ ইভিকে টেক্কা দেবে তাই এর দামও কাছে পিঠে থাকবে। ভারতে, কমেটের এক্স-শোরুম Rs.৭.৯৮ থেকে Rs.৯.৯৮ লক্ষ পর্যন্ত রাখা হয়েছে। এমজি য়েপের দাম কমেটের তুলনায় বেশি হবে, এই গাড়িটির এক্স-শোরুম দাম Rs.১০-১৫ লক্ষের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। টাটা পাঞ্চ ইভির এক্স-শোরুম দাম Rs.১০.৯৯ থেকে ১৫.৪৯ লক্ষের মধ্যে রাখা হয়েছে।

আরও পড়ুন: ভারতের সব থেকে সস্তা ইলেকট্রিক গাড়ি জেনে নিন কলকাতায় দাম আর EMI

উপসংহার

বাওজুন য়েপ বা এমজি য়েপ একটি কম্প্যাক্ট ও স্মার্ট সিটি ইলেকট্রিক গাড়ি। এমজি যদি এই গাড়িটিকে সঠিক দামে লঞ্চ করতে পারে তাহলে এটি ভালো পরিমানে ক্রেতা পেতে পারে। আপনার যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অব্যশই শেয়ার করুন। আপনার সময়ের জন্যে ধন্যবাদ।

FAQ

How much horsepower does the Baojun Yep have?

বাওজুন য়েপের ইলেক্টিক মোটর সর্বোচ্চ ৬৮ পিএসের শক্তির সাথে ১৪০ এনএমের পিক টর্ক উৎপন্ন করে।

What is the price of Baojun electric car in India?

বাওজুন য়েপের দাম কমেটের তু
লনায় বেশি হবে, এই গাড়িটির এক্স-শোরুম দাম Rs.১০-১৫ লক্ষের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment