---Advertisement---

Hero Xtreme 125R On Road Price EMI in West Bengal: প্রতিদ্বন্দিদের ঘাম ছুটিয়ে দিয়েছে হিরোর এই বাইক, মাত্র ২০,০০০ টাকা ডাউন করলেই হবে আপনার

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Hero-Xtreme-125R-On-Road-Price-EMI-in-West Bengal

---Advertisement---

Hero Xtreme 125R On Road Price EMI in West Bengal: হিরো বাজারে ঝড় তুলে দিয়েছে নিজের নতুন বাইক হিরো এক্সট্রিম 125R লঞ্চ করে। এই বাইকটি সরাসরি টক্কর দিচ্ছে TVS Raider 125, Honda SP 125, Bajaj Pulsar NS 125 দের।

হিরো, এক্সট্রিম 125R এর দামকে শুধু অগ্গ্রেসিভ রাখেনি তার সাথে দিয়েছে স্টাইলিশ ডিজাইন ও ভালো পারফরমেন্স। এক্সট্রিম 125R একটি প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল যা তরুণ প্রজন্মের সাথে পূর্ণ বয়স্কদেরও নিজের দিকে আকৃষ্ট করছে।

এই প্রতিবেদনে আমরা হিরো এক্সট্রিম 125R এর ভ্যারিয়েন্ট, এক্স-শোরুম দাম, কলকাতায় অন-রোড দাম আর ডাউনপেমেন্টের সাথে EMI এর ব্যাপারে আলোচনা করবো।

Hero Xtreme 125R On Road Price EMI in West Bengal

Hero Xtreme 125R in bengali

হিরো এক্সট্রিম 125R মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে: হিরো এক্সট্রিম 125R IBS আর হিরো এক্সট্রিম 125R ABS। নিচে আমরা এই দুই ভ্যারিয়েন্টের ভ্যারিয়েন্ট আর এক্স-শোরুম দাম সম্পর্কে জানাবো।

Hero Xtreme 125R Kolkata Ex-Showroom and On-Road Price

হিরো এক্সট্রিম 125R IBS: এক্সট্রিম 125R IBS এর এক্স-শোরুম দাম হল Rs.95,000 এবং এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হল Rs.1,05,307।

এই অন-রোড দামে RTO চার্জেস আর ইন্সুরেন্স ধরা আছে। এই বাইকটির RTO চার্জ হল Rs.7,600 এবং ইন্সুরেন্স Rs.2,707।

হিরো এক্সট্রিম 125R ABS: এক্সট্রিম 125R ABS এর এক্স-শোরুম দাম হল Rs.99,500 এবং এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হল Rs.1,10,295।

এই অন-রোড দামে RTO চার্জেস আর ইন্সুরেন্স ধরা আছে। এই বাইকটির RTO চার্জ হল Rs.Rs.7,960 এবং ইন্সুরেন্স Rs.2,835।

তালিকাহিরো এক্সট্রিম 125R IBSহিরো এক্সট্রিম 125R ABS
এক্স-শোরুম দাম (কলকাতা)Rs.95,000Rs.99,500
অন-রোড দাম (কলকাতা)Rs.1,05,307Rs.1,10,295
RTO চার্জRs.7,600Rs.7,960
ইন্সুরেন্সRs.2,707Rs.2,835

Hero Xtreme 125R Kolkata Down Payment and EMI

Hero Xtreme 125R ডিজাইন

হিরো এক্সট্রিম 125R IBS: এক্সট্রিম 125R IBS এর কলকাতায় অন-রোড দাম হল Rs.1,05,307। আপনি Rs.20000 ডাউনপেমেন্ট করলে 36 মাসের জন্যে ইএমআই হবে Rs2,741।

এই ইএমআই 9.7% সুদের হারের উপর গণনা করা হয়েছে। আপনাকে মোট Rs.98,676 ব্যাংককে ফেরত দিতে হবে যাতে Rs.13,369 অতিরিক্ত পেমেন্ট ও ধরা হয়েছে।

এই EMI টা শুধু অন-রোড দামের উপর গণনা করা হয়েছে, কেনার সময় RTO আর ইন্সুরেন্স আলাদা করে দিতে হবে।

হিরো এক্সট্রিম 125R ABS: এক্সট্রিম 125R ABS এর কলকাতায় অন-রোড দাম হল Rs.1,10,295। আপনি Rs.20000 ডাউনপেমেন্ট করলে 36 মাসের জন্যে ইএমআই হবে Rs2,901।

এই ইএমআই 9.7% সুদের হারের উপর গণনা করা হয়েছে। আপনাকে মোট Rs.1,04,436 ব্যাংককে ফেরত দিতে হবে যাতে Rs.14,141 অতিরিক্ত পেমেন্ট ও ধরা হয়েছে।

এই EMI টা শুধু অন-রোড দামের উপর গণনা করা হয়েছে, কেনার সময় RTO আর ইন্সুরেন্স আলাদা করে দিতে হবে।

তালিকাহিরো এক্সট্রিম 125R IBSহিরো এক্সট্রিম 125R ABS
অন-রোড দাম (কলকাতা)Rs.1,05,307Rs.1,10,295
ডাউনপেমেন্টRs.20,000Rs.20,000
ইএমআই (36 মাস)Rs.2,741Rs.2,901
মোট পেমেন্ট (ব্যাংক)Rs.98,676Rs.1,04,436
অতিরিক্ত পেমেন্টRs.13,369Rs.14,141

দ্রষ্টব্য:- ক্রয় করার সময় আপনার নিকটবর্তী ডিলার আর ফাইনান্সার এর সাথে ফাইনাল দাম আর EMI স্কিম গুলো যাচাই করে নেবেন

Hero Xtreme 125R Performance and Mileage

Hero Xtreme 125R ইঞ্জিন

হিরো এক্সট্রিম 125R একটি সম্পূর্ণ নতুন এয়ার-কুলড 125cc BS6-2.0 কমপ্লায়েন্ট সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হয় যা 8,250rpm-এ 11.4bhp এবং 6,000rpm-এ 10.5Nm পিক টর্ক উৎপাদন করতে সক্ষম এবং একটি 5-স্পীড ওয়েট মাল্টিপ্লেট গিয়ারবক্সের সাথে আসে।

হিরো এক্সট্রিম 125R এর টপ স্পিড বলা হচ্ছে 110-115 kmph এর মধ্যে। হিরো দাবি করেছে যে এক্সট্রিম 125R-এর মাইলেজ 66 kmpl।

ইঞ্জিন টাইপসিঙ্গল-সিলিন্ডার, BS6-2.0
ইঞ্জিন ক্যাপাসিটি125cc
পাওয়ার (bhp)11.4 @ 8,250rpm
টর্ক (Nm)10.5 @ 6,000rpm
গিয়ারবক্স5-স্পীড ওয়েট মাল্টিপ্লেট
মাইলেজ (kmpl)66

Hero Xtreme 125R Design

এই বাইকে সামনের দিকে এক্সট্রিম 200S -এর মতই লো-স্লাং ফুল LED হেডলাইট দেখতে পাওয়া যায়। এই বাইকের তেলের স্কালপটেড ট্যাঙ্কটিও অনেক স্পোর্টি লুক দেয় বাইকটিকে। পিছনে আপনি একটি H-ডিজাইনেই LED টেইল ল্যাম্প পাবেন যা এই বাইকটিকে হিরোর ফ্যামিলি লুক দেয়।

এই মোটরসাইকেলটি মোট তিনটি কালার অপসন এ পাওয়া যায় – কোবাল্ট ব্লু, ফায়ারস্টর্ম রেড এবং স্ট্যালিয়ন ব্ল্যাক।

Hero Xtreme 125R Dimensions

এই বাইকটিতে একটি ডায়মন্ড ফ্রেম চ্যাসিস ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির ওজন 136 কেজি। এই বাইকটির হুইলবেস হলো 1319 মিমি, মোট দৈর্ঘ্য 2009 মিমি, সিটের উচ্চতা 794 মিমি, ও 180 মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

Hero Xtreme 125R Features

Hero-Xtreme-125R-digital-instrument-cluster

এক্সট্রিম 125R-এ সামনে এবং পিছনে 17-ইঞ্চি অ্যালয় দেওয়া হয়েছে যাদের যথাক্রমে 90/90 এবং 120/80 টায়ার সাইজ। সাসপেনশনের দায়িত্বে রয়েছে একটি 37 মিমি ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং একটি 7-স্টেপ প্রিলোড-অ্যাডজাস্টেবল হাইড্রোলিক রিয়ার মনোশক,

ব্রেকের জন্যে রয়েছে একটি 276 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক। টপ মডেলে একটি সিঙ্গল চ্যানেল ABS দেওয়া হয়েছে এবং উভয় ভ্যারিয়েন্টে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে।

আরও পড়ুন:

What is the price of Xtreme 125R?

হিরো এক্সট্রিম 125R IBS: এক্সট্রিম 125R IBS এর এক্স-শোরুম দাম হল Rs.95,000 এবং এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হল Rs.1,05,307।
এই অন-রোড দামে RTO চার্জেস আর ইন্সুরেন্স ধরা আছে। এই বাইকটির RTO চার্জ হল Rs.7,600 এবং ইন্সুরেন্স Rs.2,707।

হিরো এক্সট্রিম 125R ABS: এক্সট্রিম 125R ABS এর এক্স-শোরুম দাম হল Rs.99,500 এবং এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হল Rs.1,10,295।
এই অন-রোড দামে RTO চার্জেস আর ইন্সুরেন্স ধরা আছে। এই বাইকটির RTO চার্জ হল Rs.Rs.7,960 এবং ইন্সুরেন্স Rs.2,835।

What is the mileage of Hero Xtreme 125cc?

হিরো দাবি করেছে যে এক্সট্রিম 125R-এর মাইলেজ 66 kmpl।

What is the top speed of Hero Xtreme?

হিরো এক্সট্রিম 125R এর টপ স্পিড বলা হচ্ছে 110-115 kmph এর মধ্যে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment