---Advertisement---

Below 70000 Bikes: সস্তা দামে ভালো বাইক কিনতে চান? রইল তালিকা

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Best Below 70000 Bikes

---Advertisement---

Below 70000 Bikes: এতে কোন সন্দেহ নেই যে করোনার পর জিনিস পত্রের দাম বেড়েছে অনেক। এই তালিকায় গাড়ি আর বাইক ব্যতিক্রম নয়। সাম্প্রতিক কালে অটোমোবাইলের দাম হুহু করেও বাড়লেও বাজারে কিছু বাইক আছে যা এখনও সস্তা।

আজ আমরা যে বাইকগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি পেট্রল জ্বালানি দ্বারা চালিত। কিছু ইলেকট্রিক দুচাকা সস্তায় পাওয়া গেলেও অনেক ক্রেতারা চার্জিং এর ঝামেলার জন্যে পেট্রল জ্বালানি বাইকগুলিকে বেশি পছন্দ করে থাকে।

আমরা এই আর্টিকেলে Rs.70000 এর নিচের দামের বাইক নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটি বাইকের দামের সাথে ফিচার নিয়েও আলোচনা করা হবে।

Best Below 70000 Bikes

আজ আমরা Rs.70000 এর নিচের দামের মোট 4টে বাইক নিয়ে আলোচনা করবো। প্রতেককটি বাইকের কলকতায় এক্স-শোরুম দামের সাথে অন-রোড দাম, ফিচার্স আর পারফরম্যান্স সম্পর্কেও আলোচনা করবো।

1. Hero HF 100

Hero HF 100
Credit: Hero

এই তালিকায় সব থেকে সস্তা বাইক হল Hero HF 100। কলকাতায় এই বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে Rs.61,668। এই বাইকটি আপাতত একটি মাত্র ড্রাম কিক ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হচ্ছে Rs.73,075। এই অন-রোড দামের মধ্যে ইন্স্যুরেন্স আর RTO চার্জ ধরা আছে। ইন্স্যুরেন্স এর জন্যে লাগবে Rs.5,857 আর RTO চার্জেস হল Rs.5,550।

এক্স-শোরুম দামRs.61,668
অন-রোড দামRs.73,075
ইন্স্যুরেন্সRs.5,857
RTO চার্জRs.5,550
অন-রোড দামের সাথে মূল্য বিচ্ছেদ

এই বাইকটিকে একটি 97.2 cc, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, 4-স্ট্রোক, OHC ইঞ্জিন চালনা করে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 8.02 PS এর শক্তি উৎপন্ন করে 8000 rpm এ। 8.05 Nm এর পিক টর্ক 6000 rpm এ উৎপন্ন করতে পারে এই ইঞ্জিনটি। এই ইঞ্জিনটির সাথে একটি 4-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এ বাইকটির ওজন 109 কেজি আর 9.1 লিটারের তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকটির মাইলেজ 70 কিমি প্রতি লিটারের।

এই বাইকটিকে সম্পূর্ণ দাঁড় করানোর জন্যে সামনে ও পিছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। 805 mm এর সিটের উচ্চতা হওয়াতে সকল রাইডারের জন্যে আরামদায়ক সিটিং পসিশন পেতে অসুবিধে হয় না। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm যার ফলে যে কোনো ধরণের রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব। আপনি এই বাইকটিকে হিরোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে পারবেন।

2. TVS SPORT

TVS SPORT
Credit: TVS

এই তালিকায় দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে TVS SPORT। কলকাতায় এই বাইকটির এক্স-শোরুম দাম শুরু হয় Rs.65,150 থেকে। এই বাইকটির মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ES আর ELS। ELS ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম রাখা হয়েছে Rs.72,223। ES আর ELS ভ্যারিয়েন্টের অন-রোড দাম যথাক্রমে Rs.76,944 আর Rs.84,805। এই অন-রোড দামের মধ্যে ইন্স্যুরেন্স আর RTO চার্জ ধরা আছে। ES ভ্যারিয়েন্টের ইন্স্যুরেন্স এর জন্যে লাগবে Rs.5,931 আর RTO চার্জেস হল Rs.5,863। ELS ভ্যারিয়েন্টের ইন্স্যুরেন্স এর জন্যে লাগবে Rs.6,082 আর RTO চার্জেস হল Rs.6,500।

এক্স-শোরুম দাম (ES)Rs.65,150
এক্স-শোরুম দাম (ELS)Rs.72,223
অন-রোড দাম (ES)Rs.76,944
অন-রোড দাম (ELS)Rs.84,805
ইন্স্যুরেন্স (ES)Rs.5,931
ইন্স্যুরেন্স (ELS)Rs.6,082
RTO চার্জ (ES)Rs.5,863
RTO চার্জ (ELS)Rs.6,500
অন-রোড দামের সাথে মূল্য বিচ্ছেদ

এই বাইকটিকে একটি 109.7cc সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, 4-স্ট্রোক ইঞ্জিন চালনা করে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 8.18 PS এর শক্তি উৎপন্ন করে 7,350 rpm এ। 8.7 Nm এর পিক টর্ক 4,500 rpm এ উৎপন্ন করতে পারে এই ইঞ্জিনটি। এই ইঞ্জিনটির সাথে একটি 4-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই বাইকটির ওজন 112 কেজি। এই বাইকটির মাইলেজ 75 কিমি প্রতি লিটারের। 10 লিটারের তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকটির সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘন্টার।

এই বাইকটিকে সম্পূর্ণ দাঁড় করানোর জন্যে সামনে ও পিছনে রয়েছে ড্রাম ব্রেক। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 mm এর ফলে যে কোনো ধরণের রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব। আপনি এই বাইকটির ব্যাপারে আরও পড়তে পারেন টিভিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে

3. Bajaj Platina 100

Bajaj Platina 100
Credit: Bajaj

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Bajaj Platina 100। এই বাইকটি একটি মাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এই বাইকটির কলকাতায় এক্স-শোরুম Rs.68,755। এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হচ্ছে Rs.84,190। এই অন-রোড দামের মধ্যে ইন্স্যুরেন্স আর RTO চার্জ ধরা আছে। ইন্স্যুরেন্স এর জন্যে লাগবে Rs.6,746 আর RTO চার্জেস হল Rs.8,689।

এক্স-শোরুম দামRs.68,755
অন-রোড দামRs.84,190
ইন্স্যুরেন্সRs.6,746
RTO চার্জRs.8,689
অন-রোড দামের সাথে মূল্য বিচ্ছেদ

এই বাইকটিকে একটি 102cc সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, 4-স্ট্রোক ইঞ্জিন চালনা করে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 7.9 PS এর শক্তি উৎপন্ন করে 7,500 rpm এ। 8.34 Nm এর পিক টর্ক 5,500 rpm এ উৎপন্ন করতে পারে এই ইঞ্জিনটি। এই ইঞ্জিনটির সাথে একটি 4-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই বাইকটির ওজন 111 কেজি। এই বাইকটির মাইলেজ 90 কিমি প্রতি লিটারের। 11.5 লিটারের তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকটির সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘন্টার।

এই বাইকটিকে সম্পূর্ণ দাঁড় করানোর জন্যে সামনে ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকটিতে 200 mm এর অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এর ফলে যে কোনো ধরণের বাজে রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব। আপনি এই বাইকটির ব্যাপারে আরও বিশদে জানতে পারবেন বাজাজের অফিসিয়াল ওয়েবসাইটে

4. Bajaj CT110X

Bajaj CT110X
Credit: Bajaj

এই তালিকার শেষ আর সব থেকে দামি বাইকটি হল Bajaj CT110X। এই বাইকটিও একটি মাত্র ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই বাইকটির কলকাতায় এক্স-শোরুম দাম Rs.69,869। এই বাইকটির কলকাতায় অন-রোড দাম হচ্ছে Rs.85,425। এই অন-রোড দামের মধ্যে ইন্স্যুরেন্স আর RTO চার্জ ধরা আছে। ইন্স্যুরেন্স এর জন্যে লাগবে Rs.6,767 আর RTO চার্জেস হল Rs.8,789।

এক্স-শোরুম দামRs.69,869
অন-রোড দামRs.85,425
ইন্স্যুরেন্সRs.6,767
RTO চার্জRs.8,789
অন-রোড দামের সাথে মূল্য বিচ্ছেদ

এই বাইকটিকে একটি 115.45cc সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, 4-স্ট্রোক ইঞ্জিন চালনা করে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 8.6 PS এর শক্তি উৎপন্ন করে 7,000 rpm এ। 9.81 Nm এর পিক টর্ক 5,000 rpm এ উৎপন্ন করতে পারে এই ইঞ্জিনটি। এই ইঞ্জিনটির সাথে একটি 4-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই বাইকটির ওজন 127 কেজি। এই বাইকটির মাইলেজ 70 কিমি প্রতি লিটারের। 11 লিটারের তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকটির সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘন্টার।

এই বাইকটিকে সম্পূর্ণ দাঁড় করানোর জন্যে সামনে 130 mm এর ও পিছনে 110 এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকে CBS দেওয়া হয়েছে। এই বাইকটিতে 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আপনি এই বাইকটির ব্যাপারে আরও বিশদে জানতে পারবেন বাজাজের অফিসিয়াল ওয়েবসাইটে

আরও পড়ুন:

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment