---Advertisement---

2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইকগুলি কি?

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইকগুলি কি?

---Advertisement---

Best Affordable 125cc Bikes in India in 2024: বাইকের বিক্রির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ বিশ্বের সব থেকে বড়ো বাজার। এই জন্যে ভারতের বাজারে প্রচুর বিকল্প দেখতে পাওয়া যায়। তবে, ভারতে ১০০ সিসি থেকে ১৫০ সিসির বাইক বেশি বিক্রি হয়। তবে, ইদানিং ভারতে ১২৫ সিসি বাইকগুলির বিক্রি বেড়েছে কারণ এই সেগমেন্টের বাইকগুলি পারফরম্যান্সের সাথে ভালো মাইলেজ প্রদান করে।

১২৫ সিসির সেগমেন্টকে আয়ত্ত করার উদেশ্যে বাজাজ, হন্ডা, হিরো ইত্যাদি সংস্থাগুলি প্রতিনিয়ত লড়াই করে চলেছে এবং নিচে দেওয়া তালিকাতে স্থান পেয়েছে।

আপনি যদি ১২৫ সিসির বাইক কিনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই আর্টিক্যালে আপনাকে আমরা সবথেকে সাশ্রয়ী মূল্যের 125cc বাইকগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করব।

2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইকগুলি কি?

আজ আমরা ৫ টি সেরা সাশ্রয়ী মূল্যের ১২৫ সিসি বাইক সম্পর্কে আলোচনা করব, যা সাশ্রয়ী হওয়ার সঙ্গে আপনাকে ভালো পারফরম্যান্স আর মাইলেজ প্রদান করবে।

১. বাজাজ সিটি ১২৫ এক্স (Bajaj CT 125X)

Bajaj CT 125X

এই মুহূর্তে বাজাজ সিটি ১২৫ এক্স (Bajaj CT 125X) হল ভারতবর্ষের সব থেকে সস্তা ১২৫ সিসি বাইক। এই বাইকটি মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ড্রাম ও ডিস্ক। ড্রাম ভ্যারিয়েন্টের কলকাতায় এক্স-শোরুম দাম হল Rs.৭৩,৭০২ ও ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৭৬,৯০২। কলকাতায় ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্টের অন-রোড দাম যথাক্রমে ৯০,৭৬৭ আর ৯৪,৩১৭।

সাশ্রয়ী হওয়া সত্ত্বেও এই বাইকটি পারফরম্যান্সের ক্ষেত্রেও পিছিয়ে নেই। সিটি ১২৫ এক্স একটি 4 স্ট্রোক, এয়ার কুলড একক সিলিন্ডার, এসওএইচসি, ডিটিএসআই ইঞ্জিন দ্বারা চালিত যা ১০.৯ পিএস এর সর্বোচ্চ শক্তির সাথে ১১ এনএমের পিক টর্ক উৎপন্ন করে। এই বাইকটির মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটার।

২. হোন্ডা শাইন ১২৫ (Honda Shine 125)

Honda Shine 125 BS6 On Road Price in Kolkata EMI

হোন্ডা শাইন, ১২৫ সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক। এই মুহূর্তে মোট দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায় – ড্রাম ওবিডি ২ আর ডিস্ক ওবিডি ২। ড্রাম ওবিডি ২ আর ডিস্ক ওবিডি ২ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম যথাক্রমে – Rs.৭৯,৮০০ আর Rs.৮৩,৮০০। কলকাতায় ড্রাম ওবিডি ২ ভ্যারিয়েন্টের অন-রোড দাম হল Rs.৯৮,৪১০ আর ডিস্ক ওবিডি ২ এর অন-রোড দাম Rs.১,০২,৮৫৮।

হোন্ডা শাইন ১২৫ কে শক্তি যোগায় একটি এয়ার কুলড ১২৩.৯৪ সিসি ৪ স্ট্রোক, এসআই, বিএস-৬ ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১০.৭৪ পিএস শক্তি আর ১১ এনএম পিক টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিন একটি ৫-স্পিড গিয়ার্বক্সের সাথে আসে। হোন্ডা শাইন ১২৫ বিএস৬ এর মাইলেজ হল ৫৫ কিমি প্রতি লিটার।

আরও পড়ুন: Honda Shine 125 BS6 On Road Price in Kolkata EMI

৩. হিরো সুপার স্প্লেন্ডার (Hero Super Splendor)

Hero Super Splendor

এই তালিকায় ৩ নম্বর স্থান অর্জন করেছে হিরো সুপার স্প্লেন্ডর। ভারতে স্প্লেন্ডার একটি আইকনিক ব্র্যান্ড, ফলে ১২৫ সিসি সেগমেন্টের অন্যতম বিক্রি হওয়া বাইক এটি। এই বাইকটির দুটি ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যায় – সুপার স্প্লেন্ডার ড্রাম ও সুপার স্প্লেন্ডার ডিস্ক। এই বাইকটির ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম যথাক্রমে – Rs.৮০,৮৪৮ ও Rs.৮৪,৭৪৮।

এই বাইকটি একটি এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ওএইচসি ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১০.৮ পিএসের শক্তির সাথে ১০.৬ এনএমের পিক টর্ক উৎপন্ন করতে পারে। হিরো সুপার স্প্লেন্ডারের মাইলেজ ৫০ থেকে ৫৫ কিমি প্রতি লিটারের মধ্যে।

আরও পড়ুন: Hero Splendor Plus Xtec On Road Price West Bengal EMI

৪. বাজাজ পালসার ১২৫ (Bajaj Pulsar 125)

Bajaj Pulsar 125

বাজাজ পালসার নিজের স্পোর্টি লুক্স আর পারফরম্যান্সের জন্যে বিখ্যাত। বাজাজ পালসার ১২৫ ও কোন ব্যাতিক্রম নয়। এই বাইকটির দুটি ভ্যারিয়েন্ট বাজাজের ওয়েবসাইট এ এই মুহর্তে উপলব্ধ। এই দুটি ভ্যারিয়েন্ট হল – নিয়ন সিঙ্গেল সিট ও কার্বন ফাইবার। নিয়ন সিঙ্গেল সিট ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম Rs.৮০,৪১৬ আর কার্বন ফাইবারের এক্স-শোরুম দাম Rs.৮৯,৭০২।

পারফরম্যান্সের ক্ষেত্রে এই বাইকটি একটি 4-স্ট্রোক, 2-ভালভ, টুইন স্পার্ক বিএস ৬ কমপ্লায়েন্ট ডিটিএস-আই ইঞ্জিন দ্বারা চালিত। এই বাইকটি ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইকগুলির মধ্যে একটি। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১১.৮ পিএসের শক্তি ও ১০.৮ এনএমের পিক টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটির মাইলেজ হল ৫০ কিমি প্রতি লিটার।

৫. হোন্ডা এসপি ১২৫ (Honda SP 125)

Honda SP 125

এই তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে হোন্ডা এসপি ১২৫। এসপি ১২৫ এই মুহূর্তে তিনটি ভ্যারিয়েন্ট আছে এবং সেগুলি হল – ড্রাম, ডিস্ক ও স্পোর্টস এডিশন। ড্রাম ভ্যারেন্টের এক্স-শোরুম দাম Rs.৮৬,১২৩, ডিস্ক ভ্যারেন্টের এক্স-শোরুম দাম Rs.৯০,১২৩ আর স্পোর্টস এডিশনের এক্স-শোরুম দাম ৯০,৬৭৩।

হোন্ডা এসপি ১২৫ কে শক্তি যোগায় একটি এয়ার কুলড ১২৩.৯৪ সিসি ৪ স্ট্রোক, এসআই, বিএস-৬ ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১০.৮৭ পিএস শক্তি আর ১০.৯ এনএম পিক টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিন একটি ৫-স্পিড গিয়ার্বক্সের সাথে আসে। হোন্ডা এসপি ১২৫ এর মাইলেজ হল ৬০ কিমি প্রতি লিটার।

আরও পড়ুন: Top 5 Most Affordable Bikes with ABS in India 2024

উপসংহার

এই আর্টিকেলের মাধ্যমে আমরা 2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইকগুলির ব্যাপারে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই আর্টিকলে আমরা সেরা ৫ টি ১২৫ সিসি বাইকের দাম ও পারফরম্যান্স সম্পর্কে আলোচনা করেছি।

আপনার যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন আর আমাদের লেটেস্ট খবর পেজটি ও দেখতে পারেন, আপনার সময়ের জন্যে অনেক অনেক ধন্যবাদ।

FAQ

What is the real mileage of ct125x?

বাজাজ সিটি ১২৫ এক্স (Bajaj CT 125X) মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটার।

What is the price of Shine 125 top model?

হোন্ডা শাইন, ১২৫ সিসি সেগমেন্টের জনপ্রিয় বাইক। এই মুহূর্তে মোট দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায় – ড্রাম ওবিডি ২ আর ডিস্ক ওবিডি ২। ড্রাম ওবিডি ২ আর ডিস্ক ওবিডি ২ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম যথাক্রমে – Rs.৭৯,৮০০ আর Rs.৮৩,৮০০।

Pulsar 125 mileage per liter?

বাজাজ পালসার ১২৫ (Bajaj Pulsar 125) এর মাইলেজ হল ৫০ কিমি প্রতি লিটার।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment