Bajaj Pulsar NS400 On-Road Price EMI in Kolkata: ৩ মেতে বাজাজ ভারতে Pulsar NS400 অথবা Pulsar NS400Z কে লঞ্চ করে দিয়েছে। বাইক প্রেমিরা বহু বছর ধরে এই NS400 এর অপেক্ষায় ছিল। ভারতে 400cc স্পোর্ট বাইক ক্যাটেগরির এটি সব থেকে সস্তা বাইক। এই স্ট্রিট ন্যাকেড স্পোর্ট বাইকটি বাজারকে চূর্ণবিচূর্ণ করে ফলেছে নিজের সাশ্রয়ী মূল্যে অনেক ফিচারের জন্যে।
আপনি যদি পালসার NS400 কিনতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আজ আমরা এই বাইকটির কলকাতা সহ অন্যান্য শহরের অন-রোড দামের সাথে ইএমআই নিয়ে আলোচনা করব।
Table of Contents
Bajaj Pulsar NS400 On-Road Price EMI in Kolkata: Variants and Ex-Showroom Price
ভারতে সব থেকে শক্তিশালি পালসার একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই বাইকটির এক্স-শোরুম দাম Rs.1.85 lakh রাখা হয়েছে। তবে, এই দামটি পরিচয়মূলক (introductory)। Dominar 400 এর উপর এই বাইকটি ভিত্তি করলেও দামের ক্ষেত্রে Rs.46,000 সস্তা। এর ফলে এই বাইকটি অন্তত কাগজে বাজাজের তরফ থেকে একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট।
NS400 এই মুহূর্তে 4টে কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। এই অপশনগুলি হল – ব্রুকলিন ব্ল্যাক, গ্লসি রেসিং রেড, পার্ল মেটালিক হোয়াইট আর পিউটার গ্রে।
Bajaj Pulsar NS400 On-Road Price in Kolkata
কলকতায় এই বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে Rs.1,85,000। কলকাতায় Bajaj Pulsar NS400 এর অন-রোড দাম হচ্ছে Rs.2,24,764। এই অন-রোড দামে ইন্সুরেন্স আর RTO চার্জেস ধরা হয়েছে। NS400 এর ইন্সুরেন্স হচ্ছে Rs.19,764 এবং RTO চার্জেস Rs.20,000।
এক্স-শোরুম | Rs.1,85,000 |
অন-রোড | Rs.2,24,764 |
ইন্সুরেন্স | Rs.19,764 |
RTO চার্জ | Rs.20,000 |
Bajaj Pulsar NS400 On-Road Price in Other Cities
নিচের দেওয়া তালিকায় ভারতের ভিবিন্ন শহরে NS400 এর অন-রোড দাম দেওয়া হয়েছে। ইন্সুরেন্স ও RTO চার্জেসের এর কিছুটা হেরফের থাকতে পারে ডিলার ও ইন্সুরেন্স কোম্পানি অনুযায়ী।
শহর | অন-রোড দাম |
---|---|
ব্যাঙ্গালুরু | Rs.2,43,892 |
দিল্লি | Rs.2,21,064 |
পুনে | Rs.2,28,464 |
মুম্বাই | Rs.2,28,464 |
নাভি মুম্বাই | Rs.2,28,391 |
হায়দ্রাবাদ | Rs.2,28,464 |
চেন্নাই | Rs.2,24,764 |
চন্ডিগড় | Rs.2,24,691 |
আমেদাবাদ | Rs.2,17,364 |
Bajaj Pulsar NS400 Down Payment and EMI in Kolkata
এই বাইকটির কলকাতায় অন-রোড দাম Rs.2,24,764। আপনি যদি Rs.34,764 ডাউনপেমেন্ট করেন তাহলে 60 মাসের EMI Rs.4,036 হবে। এই EMI টি 9.99% সুদের হারকে ভিত্তি করে গণনা করা হয়েছে। মোট লোনের পরিমান Rs.1,90,000 আর ব্যাঙ্ককে মোট Rs.2,42,160 ফেরত দিতে হবে। আপনাকে ব্যাঙ্ককে মোট Rs.52,160 অতিরিক্ত পেমেন্ট দিতে হবে।
এক্স-শোরুম দাম | Rs.1,85,000 |
অন-রোড দাম | Rs.2,24,764 |
ডাউনপেমেন্ট | Rs.34,764 |
60 মাসের EMI | Rs.4,036 |
সুদের হার | 9.99% |
মোট পরিশোধ | Rs.1,90,000 |
অতিরিক্ত পেমেন্ট | Rs.2,42,160 |
দ্রষ্টব্য:- উপরে দেওয়া তথ্য গুলি ইন্টারনেট থেকে সংগৃহিত। আপনার লোকাল ডিলারের সাথে দাম, RTO চার্জ আর ইন্সুরেন্স যাচাই করে নেবেন।
Design
ডিজাইনের দিক থেকে এই বাইকটি মূলত NS200 এর ডিজাইনকে ভিত্তি করে। সামনের একটি সেন্ট্রাল LED প্রজেক্টর হেডলাইট দেওয়া হয়েছে আর দুপাশে রয়েছে ‘Z’ শেপের DRL। এই হেডলাইটের ডিজাইনটি খুব অনন্য এবং DRL এর ডিজাইনটি বিদ্যুতের বোল্ট-আকৃতির এর মত। এই বাইকটির সামগ্রিক ডিজাইনটি খুব তীক্ষ্ণ।
Performance and Handling
এটি এখনও পর্যন্ত সব থেকে শক্তিশালী পালসার। এই বাইকটি Dominar 400 এর একই ইঞ্জিনটি ব্যবহার করে। তবে, পালসার এই বাইকটির ওজন 174 কেজি যার ফলে ডমিনারের তুলনায় ওজনে 19 কিলো হালকা। এর ফলে এই বাইকটি পাওয়ার টু ওয়েইট রেশিও তে অনেকটা এগিয়ে যায়।
373.27 cc সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, 4 ভাল্ভ, DOHC ইঞ্জিনটি 8800 rpm এ 40 PS শক্তির সাথে 6500 rpm এ 35 Nm পিক টর্ক উৎপন্ন করতে পারে। এসিস্ট ও স্লিপার ক্লাচ সহ 6-স্পিড গিয়ার্বক্সের সাথে এই ইঞ্জিনটিকে যুক্ত করা হয়েছে। রাইড বাই ওয়্যার (Ride by Wire) টেকনোলজি থাকায় থ্রটাল রেসপন্সটি ভাল এই বাইকটিতে।
ভিবিন্ন পরিবেশে সহজে এই বাইকটিকে চালানোর জন্যে রয়েছে 4টে রাইড মোড – রোড, রেইন, স্পোর্ট আর অফ-রোড।
শক্তিশালী ইঞ্জিনটিকে উপভোগ করার জন্যে এই বাইকে ভাল হ্যান্ডলিং দেওয়া হয়েছে। ভাল হ্যান্ডলিং এর জন্যে 43 mm USD ফর্ক ও 6 স্টেপ এডজাস্টেবল নাইট্রক্স সহ রিয়ার মনোশক প্রদান করা হয়ছে। এই বাইকটির সর্বোচ্চ গতি 154 কিমি প্রতি ঘন্টা।
Dimensions and Tyres
ভাল রাস্তার গ্রিপের জন্যে 110/70(ফ্রন্ট) আর 140/70(রিয়ার) টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এই বাইকে 17-ইঞ্চ এর অ্যালয় হুইল দেখতে পাওয়া যায়।
এই বাইকটি বেটে রাইডারদের জন্যেও উপযুক্ত কারণ সিটের উচ্চতা 807 mm রাখা হয়েছে। এই বাইকটিকে 168 mm এর ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্সও প্রদান করা হয়েছে।
Pulsar NS400 Mileage
এই বাইটিতে একটি 12 লিটারের তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকটির মাইলেজ 30 কিমি প্রতি লিটার হতে পারে, কারণ ডমিনার ৪০০ এর মাইলেজ ২৭ কিমি প্রতি লিটার আর ওজনে 19 কিলো ভারি। যেহেতু পালসার এনএস ৪০০ একই ইঞ্জিন ব্যবহার করছে আর ওজনে হালকা তাই একটু বেশি মাইলেজ আশা করা যেতে পারে ডমিনারের তুলনায়।
Features
ভারতে সব থেকে সস্তা 400cc বাইক হলেও ফিচারের ক্ষেত্রে কোন খামতি রাখেনি বাজাজ। এই বাইকটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে দেওয়া হয়েছে মাল্টি ইনফরমেশন ডিসপ্লে (MID)। এই কনসোলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, মিউজিক কন্ট্রোল, কল তোলা বা কাটা, মিস কল আর ম্যাসেজ নোটিফিকেশনের মত ইত্যাদি ফিচার রয়েছে।
এছাড়াও এই বাইকটিতে রয়েছে USB চার্জার সকেট, হ্যাজার্ড ল্যাম্প সুইচ, 5-স্টেপ এডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার।
Safety
সুরক্ষার দিক থেকেও এই বাইকটিতে অনেক ফিচার্স রয়েছে। দ্রুত ব্রেকিং এর জন্যে রয়েছে সামনে 320 mm ও পিছনে 230 mm এর ডিস্ক ব্রেক। দ্রুত ব্রেকিং এর ক্ষেত্রে যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তাই রয়েছে 4টে মোড সহ ডুয়াল-চ্যানেল ABS। রোড, রেইন, স্পোর্ট আর অফ-রোড মোড দেওয়া ABS সিস্টেমে। রাস্তায় ভাল নিয়ন্ত্রণ রাখার জন্যে রয়েছে ইলেকট্রনিক ট্র্যাকশান কন্ট্রোল।
আরও পড়ুন: Top 5 Bikes under 1.5 Lakh
Competition
ভারতে এই বাইকটি TVS Apache RTR 310, KTM 390 Duke, Triumph Speed 400 আর Husqvarna Svartpilen 401 এর সাথে প্রতিযোগীতা করে।