---Advertisement---

Bajaj Boxer 155 Launch Date In India 2024: নতুন রূপে আবার লঞ্চ হতে চলেছে বাজাজ বক্সার, জানুন দাম আর ফিচার্স

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Bajaj-Boxer-155-Launch-Date-In-India-2024

---Advertisement---

Bajaj Boxer 155 Launch Date In India 2024: বাজাজ বক্সারকে ২০১৫ সালের এপ্রিল মাসে ভারতের বাজার থেকে সরিয়ে নিয়েছিল। বিভিন্ন দেশে বক্সার বিক্রি হচ্ছে এবং বেশ জনপ্রিয়। বিভিন্ন সূত্র অনুযায়ী বাজাজ বক্সারকে ভারতের বাজারে আবার ফেরত আনতে চলেছে।

বিদেশে বাজাজ বক্সার বিভিন্ন ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে এবং বক্সার ১৫০এক্স (Boxer 150X) হচ্ছে সব থেকে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট। ভারতেও যে বক্সার আবার লঞ্চ করা সেটা সম্ভবত এই ১৫০এক্স এর ভিত্তি করেই হবে। এই প্রতিবেদনে আমরা ২০২৪ এ বাজাজ বক্সার ১৫৫ ভারতে লঞ্চের তারিখের সাথে দাম ও ফিচার্স সম্পর্কে আলোচনা করবো।

Bajaj Boxer 155 Launch Date In India 2024 (২০২৪ এ বাজাজ বক্সার ১৫৫ভারতে লঞ্চের তারিখ)

Bajaj Boxer 155 Launch Date In India 2024 (1)

বক্সার ১৫৫ ভারতে লঞ্চের তারিখ সম্পর্কে বাজাজের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী এটা মনে করা হচ্ছে যে এই বছরের শেষে বা পরের বছরের শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে বক্সার ১৫৫।

Bajaj Boxer 155 Expected Price In India (বাজাজ বক্সার ১৫৫ এর ভারতে প্রত্যাশিত মূল্য)

বাজাজ বক্সার ১৫৫ এর দাম সম্পর্কেও কোনো রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে সঠিক কি দাম হতে পারে সেটা স্পষ্ট নয় তবে বিভিন্ন সূত্র অনুযায়ী এই নিও রেট্রো বাইকটির এক্স-শোরুম দাম Rs.১,১০,০০০ থেকে Rs.১,২০,০০০ এর মধ্যে হতে পারে।

আরও পড়ুন: 2024 Bajaj Pulsar N150 and N160 Launched

Bajaj Boxer 155 Design (বাজাজ বক্সার ১৫৫ এর ডিজাইন)

Bajaj Boxer 155 Design

বাজাজ বক্সার ১৫৫ এর ডিজাইন খুব আকর্ষণীয় রাখা হবে। সম্ভবত এই বাইকটির ডিজাইন বাজাজ বক্সার ১৫০এক্স এর উপর ভিত্তি করে হবে। যদি আমরা বক্সার ১৫০এক্স এর ডিজাইন নিয়ে কথা বলি তাহলে, এটি একটি আকর্ষণীয় দেখতে দু-চাকা।

বক্সার ১৫০এক্স একটি অফ-রোড ফোকাস্ড মোটরসাইকেল। এই বাইকটির মাড গার্ড অনেকটা উঁচু, আপনি সামনে একটি গোলাকৃতি হেডলাইট পাবেন। এই বাইকটিতে আমরা এডভেঞ্চার বাইকগুলির মতো হ্যান্ডেল গার্ড ও দেখতে পাই। পিছনে মাল বহন করার জন্যে রিয়ার ক্যরিয়ার ও দেখা যায়।

Bajaj Boxer 155 Engine (বাজাজ বক্সার ১৫৫ ইঞ্জিন)

বক্সার ১৫৫ ইঞ্জিন সম্পর্কে এখনও পাকাপাকি কোনো তথ্য নেই। তবে, বাজাজ এই বাইকটিতে একটি ১৪৪.৮ সিসি, ৪-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, ন্যাচারাল এয়ার-কুল্ড ইঞ্জিন এর সাথে লঞ্চ করতে পারে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৭,৫০০ আরপিএম এ – ১২ পিএস এর শক্তির সাথে ৫,৫০০ আরপিএম এ – ১২.৩ এনএম পিক টর্ক উৎপন্ন করতে পারে।

এই বাইকটিতে ৫- স্পিড গিয়ারবক্স দেখতে পাওয়া যাবে। এই বাইকটির সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘন্টা হবে বলে আশা করা হচ্ছে। এই বাইকটিতে ১১ লিটারের তেলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যাবে।

Bajaj Boxer 155 Mileage (বাজাজ বক্সার ১৫৫ মাইলেজ)

বক্সার ১৫৫ এর মাইলেজ সম্পর্কে কোন ঘোষণা করেনি বাজাজ। তবে, যে ১৪৪.৮ সিসি ইঞ্জিনটি ব্যবহার হবে সেটির মাইলেজ ৫০ কিমি প্রতি লিটার বলা হয়।

Bajaj Boxer 155 Dimension (বাজাজ বক্সার ১৫৫ ডাইমেনশন)

Bajaj Boxer 155 Dimension

বাজাজ বক্সার ১৫৫ এর ডাইমেনশন, বক্সার ১৫০এক্স এর মতোই হবে। বক্সার ১৫০ এক্সের দৈর্ঘ্য ২০১৬ মিমি, প্রস্থ ৭৪০ মিমি, উচ্চতা ১১৪৮ মিমি, ও হুইলবেস ১২৮৫ মিমি। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিমি ও ওজন ১২৮ কেজি।

Bajaj Boxer 155 Features (বাজাজ বক্সার ১৫৫ ফিচার্স)

2024 Bajaj Pulsar N150 and N160: কি কি ফিচার যোগ হলো?

বাজাজ বক্সার ১৫৫ অনেকগুলি ফিচার্স পাবে বলে আশা করা হচ্ছে। এই বাইকটিকে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিজিটাল ক্লাস্টার ছাড়াও এলইডি (LED) ডিআরএল (DRL), ইউএসবি (USB) চার্জিং পোর্ট থাকবে এই বাইকটিতে।

Bajaj Boxer 155 Specification (বাজাজ বক্সার ১৫৫ স্পেসিফিকেশন)

বিষয়বাজাজ বক্সার 155
লঞ্চ তারিখবর্তমানে ঘোষণা নেই, ২০২৪ এর শেষের দিকে অথবা ২০২৫
প্রত্যাশিত মূল্য Rs১,১০,০০০ থেকে Rs১,২০,০০০
ডিজাইনআকর্ষণীয়, বক্সার ১৫০এক্স ভিত্তিক
ইঞ্জিন১৪৪.৮ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, ন্যাচারাল এয়ার-কুলড
শক্তি৭,৫০০ আরপিএম এ – ১২ পিএস
টর্ক৫,৫০০ আরপিএম এ – ১২.৩ এনএম পিক টর্ক
সর্বোচ্চ গতি১০০ কিমি প্রতি ঘন্টা
গিয়ারবক্স৫-স্পিড
ট্যাঙ্ক সাইজ১১ লিটার
ডাইমেনশনদৈর্ঘ্য: 2016 মিমি, প্রস্থ: 740 মিমি, উচ্চতা: 1148 মিমি, হুইলবেস: 1285 মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স: 190 মিমি, ওজন: ১২৮ কেজি
বৈশিষ্ট্যডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি ডিআরএল (LED DRL ), ইউএসবি (USB) চার্জিং পোর্ট

আরও পড়ুন: Top 5 Most Affordable Bikes with ABS in India 2024

উপসংহার

অবশেষে এটা বলা যেতে পারে যে বাজাজ বক্সার ১৫৫ভারতে একটি প্রতিভাসম্পন্ন প্রোডাক্ট হবে। এই বাইকটি বিশেষ করে গ্রামীণ চত্বরে বেশি পছন্দ করা হবে এই খারাব রাস্তা সহ্য করার ক্ষমতার জন্যে।

আপনার যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন আর আমাদের লেটেস্ট খবর পেজটি ও দেখতে পারেন, আপনার সময়ের জন্যে অনেক অনেক ধন্যবাদ।

FAQ

How many gears does Boxer X150 have?

এই বাইকটিতে ৫- স্পিড গিয়ারবক্স দেখতে পাওয়া যায়।

Bajaj boxer 155 mileage per liter?

বক্সার ১৫৫ এর মাইলেজ সম্পর্কে কোন ঘোষণা করেনি বাজাজ। তবে, যে ১৪৪.৮ সিসি ইঞ্জিনটি ব্যবহার হবে সেটির মাইলেজ ৫০ কিমি প্রতি লিটার বলা হয়।

What is Bajaj Boxer 155 Price?

বিভিন্ন সূত্র অনুযায়ী এই নিও রেট্রো বাইকটির এক্স-শোরুম দাম Rs.১,১০,০০০ থেকে Rs.১,২০,০০০ এর মধ্যে হতে পারে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment