2024 Bajaj Pulsar F250 Date and Price: 28 অক্টোবর, 2021 এ পালসার F250 কে পালসার N250 ভারতে লঞ্চ করেছিল বাজাজ। তবে, আগের বছর থেকেই কোম্পানির ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল F250 কে।
10 এপ্রিল, 2024 এ F250 জুড়িদার N250 এর একটি উপডেটেড মডেলকে ভারতে লঞ্চ করেছিল বাজাজ। বাইকওয়ালের (Bikewale) অনুযায়ী বাজাজ তাদেরকে নিশ্চিত করেছে যে আগামী কিছু মাসে F250 কে ভারতে লঞ্চ করা হবে।
সূত্র অনুসারে বাজাজ N250 এর লঞ্চকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ন্যাকেড স্ট্রিট ফাইটার সেগমেন্টে এই বাইকটির ক্রেতাদের মাঝে বেশি আবেদন আছে। এটা বলা বাহুল্য যে F250 এর উপডেটেড ভার্শনে N250 এর সমস্ত নতুন ফিচারগুলো পাবে।
Table of Contents
2024 Bajaj Pulsar F250 Date and Price
Bajaj Pulsar F250 এর 2024 উপডেটেড ভার্শনটির লঞ্চ সম্পর্কে কোন সঠিক তারিখ জানায়নি বাজাজ। তবে, এটা আশা করা হচ্ছে যে অক্টোবর মাসে বাজাজ লঞ্চ করতে পারে এই বাইকটিকে। এর মূল কারণ হচ্ছে অক্টোবর নভেম্বরের উত্সব ঋতু।
অনেক নতুন ফিচার যোগ করলেও 2024 N250 দাম বেড়েছে মাত্র Rs.829। N250 এর দিল্লিতে এক্স-শোরুম দাম রাখা হয়েছে Rs.1,50,829। আগের সংস্করণে F250 এর দাম N250 এর তুলনায় Rs.2,000 বেশি ছিল। যদি বাজাজ এবার একই দামের পার্থক্য রাখে তাহলে 2024 Bajaj Pulsa F250 এর দাম হবে Rs.1,52,829 (এক্স-শোরুম দিল্লি)।
সম্ভাব্য লঞ্চ | অক্টোবর 2024 |
সম্ভাব্য দাম | Rs.1,52,829 (এক্স-শোরুম দিল্লি) |
Design
ডিজাইনের ক্ষেত্রে সেরকম কোন পরিবর্তন আশা করা হচ্ছে না এই সেমি-ফেয়ার্ড বাইকে। এই বাইকটির ডিজাইন অনেকটা বাজাজ পালসার 220F থেকে অনুপ্রেরিত। আমরা সামনে সেমি-ফেয়ারিং এ সেই একই LED প্রজেক্টর হেডল্যাম্প দেখতে পাব আর এর সাথে থাকবে LED DRL। স্পোর্টি লুকের জন্যে দেওয়া হবে উত্থাপিত (raised) ক্লিপ-অন হ্যান্ডেলবার। 220F এর মত ফোল্ডেবল মিরর দেওয়া হবে।
সাইড প্রোফাইল আর পিছনে কোন পার্থক্য দেখা যাবে পুরোনো সংস্করণের তুলনায়। পিছনে সেই পরিচিত জোড়া-LED টেইললাইট দেখতে পাওয়া যাবে। কিছু নতুন স্টিকার দেওয়া হবে দুই সংস্করণের মধ্যে পার্থক্য করার জন্যে।
এই বাইকটিতেও সাদা, লাল আর কালো রঙের বিকল্প দেওয়া হবে। সাদা, লাল রঙে গোল্ডেন USD ফর্ক আর কালো রঙে ব্ল্যাকড আউট USD ফর্ক দেখা যাবে।
Performance and Handling
2024 F250 সেই একই ইঞ্জিন দ্বারা চালিত হবে। এই ইঞ্জিনটি হল একটি 249.07 cc সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক, SOHC, 2 ভালভ, অয়েল কুল্ড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিনটি 8750 rpm এ সর্বোচ্চ 24.5 PS এর শক্তি উৎপন্ন করে। 6500 rpm এ 21.5 Nm এর পিক টর্ক দেখতে পাওয়া যায়। এই ইঞ্জিনটির সাথে একটি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সহ 5-স্পিড কনস্ট্যান্ট মেশ গিয়ারবক্স দেওয়া হবে।
2024 N250 এ 37mm এর টেলিস্কোপিক ফর্কের জায়গায় একটি 37mm এর USD ফর্ক দেওয়া হয়েছে। এর ফলে 2024 F250 তেও আরও উন্নত হ্যান্ডলিং দেখতে পাওয়া যাবে। তবে, পিছনে একই নাইট্রক্স মোনো-শক সাসপেনশন দেওয়া হবে।
এই বাইকটির মাইলেজ 35 কিমি প্রতি লিটারের হবে।
ইঞ্জিন ক্ষমতা | 249.07 cc |
ইঞ্জিন ধরণ | সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক, অয়েল কুল্ড, ফুয়েল ইঞ্জেক্টেড |
শক্তি | 8750 rpm এ 24.5 PS |
পিক টর্ক | 6500 rpm এ 21.5 Nm |
গিয়ারবক্স | অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সহ 5-স্পিড কনস্ট্যান্ট মেশ |
মাইলেজ | 35 কিমি প্রতি লিটার |
Dimensions and Tyres
ডাইমেনশনের ক্ষেত্রে কোন রকম পার্থক্য করা হবেনা। 800 mm সিটের উচ্চতা হওয়াতে সমস্ত প্রকারের রাইডারদের জন্যে আরামদায়ক রাইডিং পসিশন পেতে কোন রকম অসুবিধে হবেনা। এই সেমি-ফেয়ার্ড বাইকেও 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাওয়া যাবে।
সামনে ও পিছনে 17-ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 110/70 (সামনে) ও 140/70 (পিছনে) টিউবলেস টায়ার দেওয়া হবে। এই বাইকটির ওজন সম্ভবত 166 কেজির হবে। এই বাইকটিতে একটি 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হবে।
Features
2024 Bajaj Pulsar F250 এ USD যে আরও নতুন ফিচার্স দেওয়া হয়েছে সেগুলি হল – LCD ডিজিটাল কনসোল আর ট্রাক্শন কন্ট্রোল সিস্টেম। এই ডিজিটাল কনসোলটি সরাসরি N150 আর N160 থেকে নেওয়া হবে। এই কনসোলে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি, নোটিফিকেশন এলার্ট, কল আর নেভিগেশন প্রম্পট। থাকবে তিনটি মোড সহ ডুয়াল-চ্যানেল ABS। এই তিনটি ABS এর মোড গুলি হল – রেইন, রোড আর অফ-রোড।
যদি আমরা N250 কে দেখি তাহলে ABS কে সম্পূর্ণ বন্ধ করা যাবে না কিন্তু ট্রাক্শন কন্ট্রোল সিস্টেমকে অফ-রোড মোডে সম্পূর্ণ বন্ধ করা যাবে।
সামনে 300 mm আর পিছনে 230 mm এর ডিস্ক ব্রেক প্রদান করা হবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল নতুন মারুতি সুইফট, জানুন দাম, ফিচার্স, পারফরম্যান্স আর মাইলেজ