---Advertisement---

Bajaj Pulsar NS400 Price in India: ভারতে লঞ্চ হয়ে গেল সব থেকে শক্তিশালী পালসার, জেনে নিন দাম আর ফিচার্স

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Bajaj Pulsar NS400 Price in India

---Advertisement---

Bajaj Pulsar NS400 Price in India: ভারতে Bajaj Pulsar NS400 অথবা Bajaj Pulsar NS400Z কে লঞ্চ করে দিল বাজাজ। বহু বছরের অপেক্ষার পর অবশেষে লঞ্চ হল Pulsar NS400। ভারতে বাইক প্রেমিদের জন্যে এটি বড় সুখবর কারণ এন্ট্রি-লেভেল স্পোর্ট বাইকের বাজারকে চূর্ণবিচূর্ণ করে দেবে এই বাইকটি। এটি ভারতে আজ পর্যন্ত লঞ্চ হওয়া সব থেকে শক্তিশালী পালসার। এই বাইকটি আজ পর্যন্ত ভারতে লঞ্চ হওয়া সব থেকে সাশ্রয়ী 400cc স্ট্রিট ন্যাকেড স্পোর্ট বাইক।

Bajaj Pulsar NS400 Price in India

বাজাজ ভারতে পালসার NS400 অথবা NS400Z কে ৩ মে ২০২৪ এ লঞ্চ করেছে। এই বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে Rs.1.85 lakh। এই এক্স-শোরুম দামটি পরিচয়মূলক (introductory)। পালসার NS400 এর দামকে, Dominar 400 এর তুলনায় Rs.46,000 সস্তা রাখা হয়েছে।

আপনি এই বাইকটিকে Rs.5000 দিয়ে বুক করতে পারবেন। আপনি এই বাইকটিকে বাজাজের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শোরুমে গিয়ে বুক করতে পারবেন। তবে, এই বাইকটির ডেলিভারি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে করা হবে বলে জানিয়েছে সংস্থা।

এই মুহূর্তে এই বাইকটি 4টে কালার অপশনের সাথে পাওয়া যাচ্ছে – ব্রুকলিন ব্ল্যাক, গ্লসি রেসিং রেড, পার্ল মেটালিক হোয়াইট আর পিউটার গ্রে।

আরও পড়ুন: 2024 Bajaj Pulsar N150 and N160 Launched

Bajaj Pulsar NS400Z Design

Bajaj Pulsar NS400Z Design
ক্রেডিট: বাজাজ

ডিজাইনের দিক থেকে এই বাইকটিকে অনেক আকর্ষণীয় করেছে বাজাজ। হেডলাইটের ডিজাইনটা খুব অনন্য রাখা হয়েছে । আমরা একটি সেন্ট্রাল LED প্রজেক্টর হেডলাইট দেখতে পাই এবং হেডলাইটের দুপাশে বিদ্যুতের বোল্ট-আকৃতির ‘Z’ DRL দেওয়া হয়েছে। ফলে হেডলাইটের ডিজাইন আকর্ষণীয় হওয়ার সাথে অত্যন্ত তীক্ষ্ণ।

ট্যাঙ্কের সাথে আমরা এক্সটেনশন এলিমেন্টও দেখতে পাই। এই বাইকটি বাকি ডিজাইনটি মূলত NS200 এর উপর ভিত্তি করে। এই বাইকটির সামগ্রিক নকশা খুবই চটকদার রাখা হয়েছে।

Bajaj Pulsar NS400Z Performance

Bajaj Pulsar NS400Z Performance
ক্রেডিট: বাজাজ

Dominar 400 এর সেই একই 400cc এর ইঞ্জিন এই বাইকে ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি হল একটি 373.27 cc সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, 4 ভাল্ভ, DOHC ইঞ্জিন। এই ইঞ্জিনটি 8800 rpm এ 40 PS শক্তির সাথে 6500 rpm এ 35 Nm পিক টর্ক উৎপন্ন করে।

এই ইঞ্জিনটিকে একটি এসিস্ট ও স্লিপার ক্লাচ সহ 6-স্পিড গিয়ার্বক্সের সাথে সংযোগ করা হয়েছে। এই বাইকে রয়েছে রাইড বাই ওয়্যার (Ride by Wire) আর 4টে রাইড মোড। এই মোডগুলি হল – রোড, রেইন, স্পোর্ট আর অফ-রোড।

ভাল হ্যান্ডলিং আর রাইডের এর জন্যে সামনে রয়েছে 43 mm USD ফর্ক ও পিছনে 6 স্টেপ এডজাস্টেবল নাইট্রক্স সহ মনোশক।

Safety

এই দানবকে আটকানোর জন্যে সামনে রয়েছে 320 mm ও পিছনে 230 mm এর ডিস্ক ব্রেক। এই বাইকে সুরক্ষার জন্যে রয়েছে 4টে মোড সহ ডুয়াল-চ্যানেল ABS, ইলেকট্রনিক ট্র্যাকশান কন্ট্রোল। ABS এর মোড গুলি হল – রোড, রেইন, স্পোর্ট আর অফ-রোড।

Features

Bajaj Pulsar NS400Z Digital Console
ক্রেডিট: বাজাজ

এই বাইকটিতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাজাজ এই ক্লাস্টারের সাথে একটি ব্লুটুথ কানেক্টিভিটি সহ কালার LCD মাল্টি ইনফরমেশন ডিসপ্লে (MID) দিয়েছে। এই ডিস্প্লেয়ের সাহায্যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, মিউজিক কন্ট্রোল, কল তোলা বা কাটা, মিস কল আর ম্যাসেজ নোটিফিকেশনের মত ইত্যাদি ফিচার কন্ট্রোল করা যায়।

এছাড়াও রয়েছে ‘Z’ DRL সহ LED প্রজেক্টর হেডল্যাম্প, USB চার্জার সকেট, হ্যাজার্ড ল্যাম্প সুইচ, 5-স্টেপ এডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার ও ইত্যাদি।

Dimensions and Tyres

সামনে ও পিছনে 17-ইঞ্চ অ্যালয় হুইলের সাথে 110/70(ফ্রন্ট) আর 140/70(রিয়ার) টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এই বাইকটির ওজন 174 কেজি যেটা ডমিনারের তুলনায় 19 কিলো হালকা।

এই বাইকটির সিটের উচ্চতা 807 mm এর যা বেটে রাইডারদের জন্যেও উপযুক্ত। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 mm এর। এই বাইকে 12 লিটারের তেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে।

Conclusion: ক্রেতাদের মন জয় করতে পারবে?

বাজাজ পালসার NS400Z একটি দুর্দান্ত প্রোডাক্ট। এই বাইকটি ভাল পারফরম্যান্স আর ফিচার্স প্রদান করে একটি সাশ্রয়ী দামে। দেশের সব থেকে সস্তা 400cc ন্যাকেড স্পোর্ট মোটরসাইকেলের খ্যাতি পেয়েছে এই পালসারটি। ডমিনারের উপর ভিত্তি করলেও এটি Rs.46,000 সস্তা যার ফলে ভ্যালু ফর মানি বাইক এটি। ডমিনারের একই ইঞ্জিন ব্যবহার করলেও ওজনে 19 কিলো হালকা হওয়ায় পাওয়ার টু ওয়েইট রেশিও তেও অনেকটা এগিয়ে এই পালসারটি।

এসব কারণে এই বাইকটি অবশ্যই ক্রেতাদের মন জয় করবে আর বর্তমান পালসার মালিকদের আপগ্রেড করার একটি ভাল বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment