Maruti Suzuki Hustler Price and Launch in India: গত কয়েক বছর ধরে ভারতে এসইউভির চাহিদা বেড়েছে কয়েকগুণ।২০২৩-২০২৪ এ এই চাহিদা আরও বেড়েছে। ভারতে প্রথমবার প্রাইভেট গাড়ির বিক্রির ক্ষেত্রে এসইউভির মার্কেট শেয়ার 50 শতাংশ এর বেশি হয়েছে। এই চাহিদার বৃদ্ধি দেখে মারুতি সুজুকি সাম্প্রতিককালে একটির পর একটি এসইউভি লঞ্চ করেছে।
এখন ভিবিন্ন সূত্র অনুসারে মারুতি Hustler কে ভারতে আনার প্রস্তুতি করছে। জাপানে Hustler একটি “কেই কার” হিসেবে বিক্রি হয়। আপনার জ্ঞানের জন্যে, কেই কার এর অর্থ হল “হালকা অটোমোবাইল” অথবা “কমপ্যাক্ট অটোমোবাইল”।
ভারতে Hustler কে একটি মাইক্রো-এসইউভি বলে প্রচার করতে পারে মারুতি সুজুকি। আজ আমরা এই আর্টিকেলে Maruti Suzuki Hustler এর দাম, লঞ্চ এবং ফিচার্স নিয়ে আলোচনা করব।
Table of Contents
Maruti Suzuki Hustler Price and Launch in India
মারুতির তরফ থেকে কোন প্রকার আধিকারিক ঘোষণা করা হয়নি ভারতে Hustler এর লঞ্চের এর সম্পর্কে। তবে, সূত্র অনুসারে এই মাইক্রো-এসইউভিটি ভারতে ২০২৫ লঞ্চ হতে চলেছে।
দাম সম্পর্কেও এই মুহূর্তে কোন রকম ঘোষণা করা হয়নি। এই গাড়িটি মারুতির পোর্টফোলিওতে Fronx এর নিচে অবস্থান করবে তাই এই গাড়ির দাম Rs.6 lakh থেকে শুরু হবে। টপ মডেলের দাম Rs.10 lakh পর্যন্ত হতে পারে।
বর্তমানে জাপানের বাজারে এই মাইক্রো-এসইউভির ভারতীয় অর্থে দাম Rs.8.5 lakh থেকে শুরু হয়। টপ মডেলের দাম Rs.9.7 lakh পর্যন্ত যায়।
Maruti Suzuki Hustler Exterior
আন্তর্জাতিক বাজারে এই মাইক্রো-এসইউভিটি একটি বক্সি ডিজাইন অনুসরণ করে। সামনে আমরা বৃত্তাকার LED হেডল্যাম্প দেখতে পাই। এই এসইউভিটির গ্রিলটি ছোট রাখা হয়েছে আর ক্রোমের ব্যবহার করা হয়েছে। বাম্পারটি সম্পূর্ণ ব্ল্যাকড আউট রাখা হয়েছে আর বাম্পারেই আছে ফগ ল্যাম্পের হাউসিং।
সাইড প্রোফাইলে আমরা হুইল আর্কে ব্ল্যাক ক্ল্যাডিং দেখতে পাই। রয়েছে ১৫-ইঞ্চ এর ডায়মন্ড কাট অ্যালয় হুইল।
পিছনের ডিজাইনটি একদম সাধারণ রাখা হয়েছে সামনের মত বাম্পারটিকে সম্পূর্ণ ব্ল্যাকড আউট রাখা হয়েছে। এছাড়া পিছনে আমরা LED টেইলল্যাম্প দেখতে পাই।
এই মাইক্রো-এসইউভিটির ডাইমেনশনের কথা বললে দৈর্ঘ 3,395 মিমির, প্রস্থ 1,475 মিমির, উচ্চতা 1,680 মিমির আর হুইলবেস 2,460 মিমির। এই মাইক্রো-এসইউভিটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিমি।
Maruti Suzuki Hustler Performance
আন্তর্জাতিক বাজারে এই মাইক্রো-এসইউভিটি দুটো ইঞ্জিন অপশনের সাথে আসে।
- প্রথমটি হল একটি 658 cc এর 3-সিলিন্ডারের ন্যাচারালি এসপিরেটেড R06D I3 পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 49 পিএস শক্তির সাথে 63 এনএমের পিক টর্ক উৎপন্ন করে।
- দ্বিতীয়টি হল একটি 658 cc এর 3-সিলিন্ডারের R06A Turbo I3-T পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 64 পিএস শক্তির সাথে 95 এনএমের পিক টর্ক উৎপন্ন করে।
- হাইব্রিড মডেলগুলিতে DC synchronous ইলেকট্রিক মোটরের সাহায্যে 2 পিএস অতিরিক্ত শক্তি উৎপন্ন হয়।
- এই ইঞ্জিনের সাথে CVT অটোম্যাটিক গিয়ারবক্স দেওয়া হয়েছে।
- এই মাইক্রো-এসইউভিটির ওজন 810–880 কেজি।
Maruti Suzuki Hustler Interior
এই গাড়িটির ডাইমেনশন কম্প্যাক্ট হলেও ভিতরে জায়গার কোন রকম অভাব নেই। এই মাইক্রো-এসইউভিতে ফিচারেরও কোন রকম খামতি রাখেনি সংস্থা। আমরা একটি 9-ইঞ্চ HD ইনফোটেনমেন্ট সিস্টেম দেখতে পাই। এই ইনফোটেনমেন্ট সিস্টেমটি এন্ড্রয়েড অটো আর অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। এই গাড়িতে একটি অ্যানালগ স্পীডোমিটারের সাথে একটি কালার MID ডিসপ্লে দেওয়া হয়েছে।
এছাড়াও রয়েছে – অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, ত্রুজ কন্ট্রোল, প্যাডেল শিফটার, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোলস, সিট্ হিটার, ইলেক্ট্রিক্যালি ফোল্ডেবল ORVM, কিলেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট, রিকোয়েস্ট সেন্সর ও ইত্যাদি।
আরও পড়ুন: Mahindra XUV 3XO এর দাম, ভ্যারিয়েন্ট অনুযায়ী ফিচার্স, পারফরম্যান্স এবং মাইলেজ
Maruti Suzuki Hustler Safety
সুরক্ষার জন্যে সুজুকি এই মাইক্রো-এসইউভিতে কোন রকম খামতি রাখেনি। রয়েছে অ্যাডাপটিভ ত্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার প্রিভেনশন, লেন ডিপার্চার ওয়ার্নিং, 3D ভিউ। তাছাড়া থাকবে ABS, EBD, এয়ারব্যাগ, সিট বেল্ট রিমাইন্ডার ও ইত্যাদি।
আরও পড়ুন: এন্ডেভারের নাম বদল করতে চলেছে ফোর্ড
Conclusion: লঞ্চ হলে বাজার কাঁপাবে
যদিও এখন Hustler এর লঞ্চ সম্পর্কে কোন রকম আধিকারিক ঘোষণা করা হয়নি, তবে ভারতে লঞ্চ হলে অবশ্যই ক্রেতাদের নজর কাড়বে এই মাইক্রো-এসইউভিটি। বাড়ন্ত ট্যাফিকের জন্যে শহরের ক্রেতারা কম্প্যাক্ট গাড়ি বেশি পছন্দ করে থাকে। তাই এই এসইউভিটির ডাইমেনশনটি এর একটি অ্যাডভান্টেজ।
ভারতের জন্যে মারুতি অবশ্যই Hustler এ কিছু পরিবর্তন করবে ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে। ইঞ্জিনটি হয়ত বাকি মারুতির গাড়িগুলির থেকে ধার নেওয়া হবে দামের কথা মাথায় রেখে। CVT এর জায়গায় AMT গেয়ারবক্স দেওয়া হতে পারে।
লঞ্চ হলে বাজারে টাটা পাঞ্চ, মাহিন্দ্রা KUV100 NXT ও সিট্রোয়েন C3 এর সাথে সোজাসুজি প্রতিযোগিতা করবে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে Maruti Suzuki Hustler Price and Launch in India নিয়ে আলোচনা করেছি। আপনার সময়ের জন্যে অনেক ধন্যবাদ।