Toyota Raize Launch Date and Price in India: ভারতে এসইউভির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন ক্রেতারা হ্যাচব্যাকের জায়গায় কম্প্যাক্ট এসইউভি কিনতে বেশি পছন্দ করে থাকে। ৩ এপ্রিল ২০২৪ এ টয়োটা Urban Cruiser Taisor কে ভারতে লঞ্চ করলেও, Taisor একটি ক্রসওভার যেটা Maruti Suzuki Fronx এর উপর ভিত্তি করে তৈরি।
তবে ভারতে টয়োটার পোর্টফোলিওতে এই মুহর্তে কোন কম্প্যাক্ট এসইউভি বর্তমান নেই। এই শূন্যতাকে পূরণ করার জন্যে ভারতে Toyota Raize কে লঞ্চ করতে চলেছে সংস্থা। সূত্র অনুসারে এই কম্প্যাক্ট এসইউভি মারুতি সুজুকি ব্রেজার প্ল্যাটফর্মকে ব্যবহার করবে। গ্লোবাল বাজারে Raize বিক্রির জন্যে উপলব্ধ। দামের কথা মাথায় রেখে ভারতে কিছু পরিবর্তনের সাথে লঞ্চ করা হবে এই এসইউভিকে।
আজ আমরা এই আর্টিকেলে Toyota Raize এর সম্ভাব্য লঞ্চের তারিখের সাথে দাম, পারফরম্যান্স ও ফিচার্স সম্পর্কে আলোচনা করব।
Table of Contents
Toyota Raize Launch Date and Price in India
টয়োটার তরফ থেকে Raize এর লঞ্চ আর দাম সম্পর্কে কোন আধিকারিক ঘোষণা করা হয়নি। সূত্র অনুসারে টয়োটা Raize নামটিকে ভারতে ট্রেড্মার্ক করেছে। শুধুমাত্র নামের ট্রেড্মার্ক রেজিস্টার করলেই যে কোন প্রোডাক্টকে লঞ্চ করা হবে এর কোনো মানে নেই। যেহেতু সাম্প্রতিককালে Taisor কে লঞ্চ করা হয়েছে তাই এই এসইউভিটিকে ইতিমধ্যে লঞ্চ করা হবে না। আমাদের অনুমানে ২০২৫ বা ২০২৬ সালে একটি সম্ভবনা আছে Raize কে ভারতে লঞ্চ করার।
ভারতে লঞ্চ হলে Raize এর দাম Rs.10 lakh এক্স-শোরুম থেকে শুরু হবে। এই কম্প্যাক্ট এসইউভির টপ মডেলের দাম Rs.15 lakh এক্স-শোরুম রাখা হতে পারে।
আরও পড়ুন: Mahindra XUV 3XO এর দাম, ভ্যারিয়েন্ট অনুযায়ী ফিচার্স, পারফরম্যান্স এবং মাইলেজ
Toyota Raize Design: ব্রেজাকে অনুসরণ করা হবে?
যদি টয়োটা Raize নামটি ব্যবহার করে নিজের আসন্ন কম্প্যাক্ট এসইউভি লঞ্চ করে তাহলে ডিজাইনের ক্ষেত্রে গ্লোবাল মডেলটিকে অনুসরণ করার সম্ভাবনা বেশি। গ্লোবাল মডেলটির সামনে আমরা বড় গ্রিলের সাথে প্রথাগত LED হেডল্যাম্প দেখতে পাই। বাম্পারের নিচের দিকে আমরা LED DRL এর সাথে ফগ লাইট দেখতে পাই।
সাইড প্রোফাইলে আমরা R16 অথবা R17 অ্যালয় হুইল দেখতে পাই। এছাড়াও হুইল আর্কে ব্ল্যাক ক্ল্যাডিং দেওয়া হয়েছে। পিছনের ডিজাইনটি খুব পরিষ্কার রাখা হয়েছে, টেইলল্যাম্পে LED এর ব্যবহার করা হয়েছে।
Toyota Raize Dimensions
টয়োটার এই কম্প্যাক্ট এসইউভির গ্লোবাল মডেলের দৈর্ঘ 4,030 মিমি, প্রস্থ 1,710 মিমি, উচ্চতা 1,605 মিমি। এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মিমির। তবে, ভারতে ট্যাক্সের সুবিধার জন্যে দৈর্ঘকে 4,000 মিমির মধ্যে রাখা হবে।
Toyota Raize Interior
এই কম্প্যাক্ট এসইউভির ইন্টেরিয়র অনেক আকর্ষণীয় রাখা হয়েছে। আমরা এই ইন্টেরিয়রে অনেক ফিচার্সও দেখতে পাই। এই ফিচার গুলি হল – 7-ইঞ্চ TFT মাল্টি ইনফরমেশন ডিসপ্লের সাথে ডিজিটাল মিটার, 9-ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে ৬টি স্পিকার, স্টিয়ারিং হুইলে লেদারের ব্যবহার, কিলেস এন্ট্রি, এন্ড্রয়েড অটো আর অ্যাপল কারপ্লে, পুশ বাটন স্টার্ট ও অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল ইত্যাদি।
আরও পড়ুন: এন্ডেভারের নাম বদল করতে চলেছে ফোর্ড
Toyota Raize Performance
গ্লোবাল মডেলে আমরা ২টো ইঞ্জিন অপশন দেখতে পাই। প্রথমটি হল – 1.0 লিটারের/998 সিসির টার্বো চার্জড, 3 সিলিন্ডার, 12-ভালভ, DOHC, VVT-i পেট্রল ইঞ্জিন। দ্বিতীয় ইঞ্জিনটি হল – 1.2 লিটারের/1,198 সিসির 3 সিলিন্ডার, 12-ভালভ DOHC ডুয়াল VVT-i পেট্রল ইঞ্জিন।
- 998 সিসির টার্বো চার্জড পেট্রল ইঞ্জিনটি 98 পিএসের শক্তির সাথে 140 এনএমেরে পিক টর্ক উৎপন্ন করে।
- 1,198 সিসির 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিনটি 88 পিএসের শক্তির সাথে 113 এনএমেরে পিক টর্ক উৎপন্ন করে।
ভারতে লঞ্চ হলে মারুতির K-সিরিজ ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। ভারতে লঞ্চ হলে অবশ্যই একটি CNG ভ্যারিয়েন্ট ও দেওয়া হবে।
Toyota Raize Safety
গ্লোবাল মডেলে সুরক্ষার দিক থেকে কোন রকম খামতি রাখেনি টয়োটা। যে সব সুরক্ষা ফিচার দেখতে পাওয়া যায় সেগুলি হল – ব্লাইন্ড স্পট মনিটর, রিয়ার ক্রস ট্রাফিক এলার্ট, এয়ারব্যাগ, ABS, ভেহিক্যাল স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট এসিস্ট কন্ট্রোল, সিট বেল্ট রিমাইন্ডার, রিয়ার ক্যামেরা ও ইত্যাদি।
Conclusion
আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে Toyota Raize এর দাম, লঞ্চের তারিখ, ফিচার্স আর পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছি। টয়োটা এই কম্প্যাক্ট এসইউভির মাধ্যমে নিজের পোর্টফোলিও এর শূন্যতা পূরণের সাথে আরও শক্তিশালি করে তুলবে। ভারতে লঞ্চ হলে এটি টাটা নেক্সন, কিয়া সনেট, হিউন্দায় ভেন্যু আর মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে ভারতীয় বাজারে প্রতিযোগিতা করবে।