---Advertisement---

Honda CB125R: ভারতে কবে লঞ্চ হবে এই বাইক? কত হবে দাম?

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Honda CB125R Launch Date and Price in India

---Advertisement---

ইউরোপে হোন্ডা লঞ্চ করে দিল আপডেটেড ২০২৪ হোন্ডা সিবি১২৫আর (Honda CB125R) কে। আন্তর্জাতিক বাজারে সিবি১২৫আর সরাসরি টক্কর দেয় কেটিএম ডিউক ১২৫ কে। ইউরোপে এ১ ক্লাস রাইডারদের টার্গেট করে এই বাইকগুলোকে লঞ্চ করা হয়েছে। ১৬ বছর বয়স হলে ইউরোপে এ১ লাইসেন্স দেওয়া হয়। এই লাইসেন্সে সর্বাধিক ১২৫সিসি মোটরসাইকেল রাইড করা যায়।

এই বাইকটির ডিজাইন হোন্ডা সিবি১০০০আর থেকে অনুপ্রেরিত। এই বাইকটি আকর্ষণীয় নিও স্পোর্ট ক্যাফে স্টাইলের সাথে ব্যাপক পারফরম্যান্স ও প্রদান করে। ভারতে লঞ্চ হলে এটি যুবকদের বিশেষ ভাবে আকৃষ্ট করবে।

ভারতে লঞ্চ হলে এটি সরাসরি টক্কর দেবে কেটিএম ডিউক ১২৫ আর হিরো এক্সট্রিম ১২৫আর কে। এই আর্টিকেলে আমরা ভারতে হোন্ডা সিবি১২৫আর লঞ্চের তারিখ এবং দাম নিয়ে আলোচনা করব। এছাড়াও, আমরা এই বাইকটির ফিচার আর পারফরম্যান্স নিয়েও আলোচনা করব।

Honda CB125R: ভারতে কবে লঞ্চ হবে?

এই মুহূর্তে ভারতে সিবি১২৫আর এর লঞ্চ সম্পর্কে কোন রকম মন্তব্য করেনি হোন্ডা। তবে, বিভিন্ন সূত্র অনুযায়ী এই বাইকটি ভারতে লঞ্চ হতে পারে। ভারতে ১২৫সিসি সেগমেন্টে বাড়ন্ত প্রতিযোগিতাকে দেখে এই জল্পনা করা হচ্ছে। তবে, এটা অবশ্যই দেখার মতো হবে যে হোন্ডা কি কি পরিবর্তন করবে এই বাইকে দামের কথা মাথায় রেখে।

সিবি১২৫আর: কত দাম হতে পারে?

Honda CB125R Price in India

এবার হল আসল প্রশ্ন লঞ্চ হলে হোন্ডা এই বাইকটির কত দাম রাখবে ভারতে? বর্তমানে এই বাইকটির এক্স-শোরুম দাম ৪,২৪৯ ব্রিটিশ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় মোটামুটি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। ২০২৪ মডেলের দাম ইউরোপে এখনো ঘোষণা করা হয়নি।

হোন্ডা ভারতে যদি এই বাইকটিকে লঞ্চ করে তাহলে কেটিএম ডিউক ১২৫ দামের কাছাকাছি রাখবে। ভারতে এই মুহূর্তে কেটিএম ডিউক ১২৫ এর এক্স-শোরুম দাম Rs.১,৭৯,৪৬৮/- । এই মুহূর্তে কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সংস্থার তরফ থেকে।

আরও পড়ুন: 2024 সালে ভারতের সেরা সাশ্রয়ী মূল্যের 125cc বাইক

২০২৪ সিবি১২৫আর কি নতুন বৈশিষ্ট দেওয়া হয়েছে?

Honda CB125R TFT Instrument Display

২০২৪ আপডেটে হোন্ডা এই বাইকটিকে ইউরো৫+ এমিশন কমপ্লায়েন্ট করেছে। এই এমিশন নর্ম এর জন্যে সর্বোচ্চ শক্তির উৎপাদনকে ১৫ পিএস অবধি সীমাবদ্ধ করা হয়েছে।

এই আপডেটে এই বাইকটিতে একটি নতুন ৫-ইঞ্চ টিএফটি কালার ইন্সট্রুমেন্ট ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ইন্সট্রুমেন্ট ডিসপ্লেতে অনেক তথ্য দেখতে পাওয়া যায়। এই তথ্য গুলি হল – স্পীডোমিটার, আরপিএম, গিয়ার্ পসিশন, ফুয়েল ইন্ডিকেটর এবং ঘড়ি। এই স্ক্রিনটিকে ব্যবহার করার জন্যে বা দিকের হ্যান্ডেলে কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে।

ইউরোপে এই বাইকটি মোট ৪টে কালার অপসন এ পাওয়া যায় – পার্ল কুল হোয়াইট, ম্যাট সাইনোস গ্রে মেটালিক, পার্ল স্প্লেন্ডার রেড এবং রিফ সি ব্লু মেটালিক।

সিবি১২৫আর এর পারফরম্যান্স

Honda CB125R 125cc Engine

এই বাইকটি একটি ১২৪.৯সিসি ডিওএইচসি সিঙ্গেল-সিলিন্ডার, ৪-ভালভ, ওয়াটার কুল্ড ইঞ্জিন থেকে শক্তি পায়। এই এঞ্জিনটি সর্বোচ্চ ১৪.৯৫ পিএস এর শক্তির সাথে ১১.৬ এনএম এর পিক টর্ক উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনটির সাথে একটি ৬-স্পিড গিয়ার্বক্স দেওয়া হয়েছে। বাইকটির মাইলেজ ৪৫.৫ কিমি প্রতি লিটার। এই বাইকটির ওজন ১৩০ কেজি। এই বাইকটির সিটের উচ্চতা ৮১৬মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মিমি।

আরও পড়ুন:

উপসংহার

এতে কোনো রকম সন্দেহ নেই যে হোন্ডা সিবি১২৫আর একটি দুর্দান্ত প্রোডাক্ট। এই বাইকটি দেখতে অসাধারণ এবং তার সাথে অসাধারণ পারফরম্যান্স ও প্রদান করে। এই বাইকটি যদি ভারতে লঞ্চ করা হয় তাহলে ভালো পরিমানে বিক্রি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে, এই বাইকটির একটি মাত্র দুর্বলতা হল এর দাম। যদি হোন্ডা এই বাইকটিকে সঠিক দামে ভারতে লঞ্চ করতে পারে তাহলে প্রতিযোগিতাদের কালো ঘাম ছুটিয়ে দেবে।

FAQ

হোন্ডা সিবি১২৫আর কি ভারতে আসছে?

এই মুহূর্তে ভারতে সিবি১২৫আর এর লঞ্চ সম্পর্কে কোন রকম মন্তব্য করেনি হোন্ডা। তবে, বিভিন্ন সূত্র অনুযায়ী এই বাইকটি ভারতে লঞ্চ হতে পারে। ভারতে ১২৫সিসি সেগমেন্টে বাড়ন্ত প্রতিযোগিতাকে দেখে এই জল্পনা করা হচ্ছে।

হোন্ডা সিবি১২৫আর এর দাম কত?

বর্তমানে এই বাইকটির এক্স-শোরুম দাম ৪,২৪৯ ব্রিটিশ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় মোটামুটি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। ২০২৪ মডেলের দাম ইউরোপে এখনো ঘোষণা করা হয়নি।
হোন্ডা ভারতে যদি এই বাইকটিকে লঞ্চ করে তাহলে কেটিএম ডিউক ১২৫ দামের কাছাকাছি রাখবে।

হোন্ডা সিবি১২৫আর এর মাইলেজ কত?

বাইকটির মাইলেজ ৪৫.৫ কিমি প্রতি লিটার।

রেফারেন্স

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment