---Advertisement---

Renault Jogger Launch and Price in India: আর্টিগাকে কড়া টক্কর দেবে এই ৭-সিটের গাড়ি, জেনে নিন কবে হবে লঞ্চ

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Renault Jogger Launch and Price in India

---Advertisement---

Renault Jogger Launch and Price in India: ভারতে ৭-সিটার এমপিভি (Multi Utility Vehicle) গত কয়েক বছরে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, এই ৭-সিটার এমপিভি গুলোর বেশির ভাগ বিক্রি আমরা দেখতে পাই সাশ্রয়ী সেগমেন্টে। এই আফোর্ডেবল সেগমেন্ট এর রাজা মারুতি সুজুকি আর্টিগা, এবং দ্বিতীয় স্থানে অর্জন করেছে কিয়ার ক্যারেন্স।

বিভিন্ন সূত্র অনুসারে, এই সেগমেন্টকে চ্যালেঞ্জ করার জন্যে, ভারতে রেনল্ট (Renault) লঞ্চ করতে চলেছে ডেসিয়া জগারকে (Dacia Jogger)। আজ আমরা এই ডেসিয়া বা রেনল্ট জগার সম্পর্কে আলোচনা করবো, আর জানবো যে এই গাড়িটিতে কি কি বৈশিষ্ট আছে।

Renault Jogger Launch and Price in India in Bengali

রেনল্ট এর তরফ থেকে কোনো রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি জগারের ভারতে লঞ্চ সম্পর্কে। তবে, রেনল্ট এই বছর অর্থাৎ ২০২৪ সালে সম্পূর্ণ নতুন ৬ টি গাড়ি লঞ্চ করবে বলে জানা গেছে। এই প্রোডাক্ট গুলির মধ্যে একটি ৭-সিটার গাড়ি লঞ্চ করার খবর পাওয়া গেছে এবং আশা করা হচ্ছে যে এই গাড়িটি হবে রেনল্ট জগার।

রেনল্ট জগার, ডেসিয়া জগারের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে। এই মুহূর্তে লঞ্চ সম্পর্কে কোনো রকম সঠিক তারিখ পাওয়া যায়নি। তবে, ২০২৪ বা ২০২৫ এ আমরা রেনল্ট এর তরফ থেকে একটি ৭-সিটার গাড়ি দেখতে পাবো বলে আশা করা হচ্ছে।

এই গাড়িটির ভারতে দাম Rs.১০ থেকে ১৫ লক্ষ্যের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। ভারতে এই গাড়িটি নতুন রেনল্ট ডাস্টারের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে।

আরও পড়ুন: ২০২৫ এ ভারতে ফিরতে চলেছে নতুন রেনোঁ ডাস্টার, জেনে দিন দাম

Renault Jogger Design in Bengali

Renault Jogger Design

যেমন আমরা আগেই জেনেছি যে ভারতে রেনল্ট জগার মূলত ডেসিয়া জগারের উপর ভিত্তি করে তৈরি। ডেসিয়া জগার প্রধাণত ইউরোপে বিক্রি করা হয় এবং এটি একটি আকর্ষণীয় গাড়ি। এই গাড়িটিকে একটি ছোট আপডেট দেওয়া হয় ২০২২ সালে। এই উপডেটে ডেসিয়ার একটি নতুন লোগো দেখতে পাওয়া যায়। এই গাড়িটি একটি সিম্পল আর মডার্ন লুকের সাথে আসে।

সামনে এই গাড়িতে আমরা বড়ো হেডলাইট দেখতে পাই এবং এই হেডলাইটের মধ্যে আমরা অ্যারো শেপের এলইডি এলিমেন্ট দেখতে পাই। গাড়িটির পিছনে আমরা একটি পরিষ্কার ডিজাইনের সাথে ভলভো থেকে অনুপ্রেরিত টেইল ল্যাম্প দেখতে পাই। গাড়িটির সাইড প্রোফাইল এ আমরা বড়ো হুইল আর্চেস দেখতে পাই, আর এর সাথে ব্ল্যাক-ক্ল্যাডিং (black cladding) আর রুফ রেলস দেখতে পাওয়া যায়।

Renault Jogger Interior in Bengali

Renault Jogger Interior

জগারের ইন্টেরিয়র দ্বিতীয় জেনারেশন ডাস্টারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দ্বিতীয় জেনারেশন ডাস্টারকে রেনল্ট ভারতে লঞ্চ করেনি। ইন্টেরিয়রে যে ফিচার্স গুলি দেওয়া হবে সেগুলি হল – একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একটি ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম, অটো ক্লাইমেট সহ বৃত্তাকার এসি ডায়াল ও কন্ট্রোল, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো সহ অ্যাপল কারপ্লে, অ্যাডাপটিভ ক্রুজ নিয়ন্ত্রণ, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও ওয়্যারলেস মোবাইল চার্জিং প্যাড।

Renault Jogger Dimensions in Bengali

Renault Jogger Dimensions

এই গাড়িটির হুইলবেস ২,৮৯৭ মিমি, দৈর্ঘ ৪,৫৪৭ মিমি, প্রস্থ ১,৭৮৪ মিমি ও উচ্চতা ১,৬৩২ মিমি। মারুতি সুজুকি আর্টিগার থেকে জগার ডাইমেনশনের ক্ষেত্রে বড়, ফলে ইন্টেরিয়র স্পেস তুলনামূলক ভাবে বেশি পাওয়া যাবে।

জগারে যদি সব ৩ টি রো সিট ব্যবহার করা হয় তাহলে ১৬০ লিটারের বুট স্পেস দেখতে পাওয়া যায়। সর্বোচ্চ ২০৮৫ লিটারের বুট স্পেস দেখতে পাওয়া যায় যদি মাঝখানের আর পিছনের রো ফোল্ড করা হয়।

Renault Jogger Performance in Bengali

Renault Jogger Performance

বাইরে জগারে দুটি ইঞ্জিন অপসন দেখতে পাওয়া যায়। প্রথমটি হল একটি ১.৬ লিটারের মাইল্ড হাইব্রিড ইঞ্জিন যা সর্বোচ্চ ১০৪ বিএইচপির শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিনটি একটি ৪-স্পিড অটোম্যাটিক গিয়ারবক্সের সাথে আসে। এই গিয়ারবক্সের একটি অনন্য বৈশিষ্ট হল যে এর দুটি গিয়ার ইঞ্জিনের সাথে যুক্ত আর বাকি দুটি গিয়ার ইলেকট্রিক গিয়ারবক্সের সাথে যুক্ত।

দ্বিতীয় ইঞ্জিন অপশনটি হল একটি ১.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন যা এলপিজিতেও (LPG) চলতে সক্ষম। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৯৮.৬৩ বিএইচপির শক্তি উৎপন্ন করতে পারে আর পিক টর্ক হল ১৬০ এনএমের। এই ১.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন বর্তমানে রেনল্ট কাইগারে দেখতে পাওয়া যায় এবং ভারতে জগার যদি লঞ্চ হয় তাহলে এই ইঞ্জিনের সাথেই পাওয়া যাবে।

Renault Jogger Safety Features in Bengali

Renault Jogger Safety Features

জগারে সেফটি ফিচার্সে আমরা এবিএস, ইবিডি, সহ ৭টি এয়ারব্যাগ দেখতে পাই। এগুলি ছাড়াও ড্রাইভিং অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, আর হিল হোল্ড অ্যাসিস্ট এর মতো বৈশিষ্ট দেখতে পাই।

Renault Jogger mileage in Bengali

রেনল্ট জগার যেহেতু কাইগারের ইঞ্জিন ব্যবহার করবে তাই মাইলেজ ও একই রকম হবে। কাইগারের বর্তমানে মাইলেজ ১৮.২ থেকে ১৯.৬১ কিমি প্রতি লিটার।

আরও পড়ুন: টাটা পাঞ্চ ইভিকে টক্কর দিতে নতুন গাড়ি আন্তে চলেছে এমজি

Conclusion

রেনল্ট যদি জগারকে ভারতে লঞ্চ করে তাহলে এটি আর্টিগার একটি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে আত্মপ্রকাশ করবে। হিউন্দাই ও এই সেগমেন্ট এ স্টারগেজার্ নামক একটি ৭-সিটার গাড়ি আন্তে চলেছে। সময়ের সাথে এই ৭-সিটার এমপিভি সেগমেন্টটি অনেক বেশি কম্পেটেটিভ হতে চলেছে।

আপনার যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অব্যশই শেয়ার করুন। আপনার সময়ের জন্যে ধন্যবাদ।

FAQ

What is the price of the new Renault jogger?

এই গাড়িটির ভারতে দাম Rs.১০ থেকে ১৫ লক্ষ্যের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।

রেফারেন্স

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment