New Renault Duster Launch Date and Price in India in Bengali: ২০২৫ এ ভারতে ফিরতে চলেছে নতুন রেনোঁ ডাস্টার, জেনে দিন দাম

ক্রেডিট: elcarrocolombiano.com

২০২৪ এর মাঝামাঝি তুরস্কে (Turkey) নতুন জেনারেশন রেনোঁ ডাস্টার লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে, ২০২৪ এ ভারতে ডাস্টারের লঞ্চ হওয়ার কোনো আশা নেই।

ক্রেডিট: elcarrocolombiano.com

সম্ভবত ২০২৫ এর মাঝামাঝি ভারতে লঞ্চ হতে পারে নতুন ডাস্টার। ভারতে লঞ্চে দেরি হওয়ার কারণ হলো যে, গ্লোবাল মডেলটির তুলনায় কিছুটা পার্থক্য থাকবে ভারতের ভার্সনে।  

ক্রেডিট: elcarrocolombiano.com

বিভিন্ন সূত্র অনুসারে, নতুন ডাস্টারের দাম মুম্বাইয়ে Rs.১২.৫০ থেকে Rs.২২.৭৫ লক্ষ অন-রোড হবে বলে আশা করা হচ্ছে।  

ক্রেডিট: elcarrocolombiano.com

এই মুহূর্তে ডেসিয়া (Dacia) ডাস্টারের মোট তিনটি ইঞ্জিন বিকল্পের সাথে আসে। একটি ১.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, একটি ১.৩-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন ও একটি ১.২-লিটার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন।

ক্রেডিট: elcarrocolombiano.com

সামগ্রিক ইন্টেরিয়র ডিজাইজন খুব সাধারণ আর প্রাকটিক্যাল রাখা হয়েছে। এসির (AC ) সাথে বাকি কন্ট্রোলগুলিতে ফিজিক্যাল বোতাম আছে কোনো রকম টাচ প্যানেল নেই।  

ক্রেডিট: elcarrocolombiano.com

নতুন রেনোঁ ডাস্টার, 10-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৬-স্পীকার আরকামিসের ৩ডি (3D) সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ আসবে।

ক্রেডিট: elcarrocolombiano.com

২০২৫ এ ভারতে ফিরতে চলেছে নতুন রেনোঁ ডাস্টার, জেনে দিন দাম এর ব্যাপারে আরও বিশদ এ জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন।

ক্রেডিট: elcarrocolombiano.com