---Advertisement---

Kinetic E-Luna launch: মাত্র 69,990 টাকায় লঞ্চ হয়ে গেল কাইনেটিক লুনা মোপেড, মাত্র 10 টাকায় ছুটবে 100 কিমি!

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Kinetic-E-Luna-launch

---Advertisement---

Kinetic E-Luna launch: ৯০ এর দশকে ভারতের বাজারে রাজত্ব করত এই Kinetic E-Luna মোপেড। সেই সময় শহর ও গ্রামীণ অঞ্চলে সমানভাবে জনপ্রিয় ছিল এই মোপেডটি। বাণিজ্যিক হোক কি ব্যক্তিগত দরকার, এই মোপেডটি ছিল আমজনতার প্রথম পছন্দ।

দীর্ঘ ২৩ বছর পর লঞ্চ করা হল এই মোপেডটিকে তবে বৈদ্যুতিক অবতারে। আগের মত সেই চেনা ২-স্ট্রোক ইঞ্জিনের শব্দ শুনতে পাওয়া যাবে না, চলবে নিস্তব্দে। এই ইলেকট্রিক মোপেডটিকে লঞ্চ করা হয়েছে দুটি ভ্যারিয়েন্টে – X1 ট্রিম ও X2 ট্রিম এ।

কাইনেটিক গ্রিন X1 ট্রিমের দাম রেখেছে ৬৯,৯৯০ টাকা ও X2 ট্রিমের দাম রেখেছে ৭৪,৯৯০ টাকা। এই দাম গুলি তবে এক্স-শোরুম, অন-রোড না।

Kinetic E-Luna launch: ৫০০ টাকায় করা যাবে বুকিং

এই মূহুর্তে আপনি Kinetic E-Luna ৫০০ টাকায় বুক করতে পারবেন কোম্পানির ওয়েবসাইটে। আগামী সময়ে কোম্পানি আরও দুটি ১.৭ এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের বিকল্প আনবে বলে জানিয়েছে।

ডিজাইনের দিক থেকে সেই নস্ট্যালজিক লুকের সাথেই আসছে যেটা আপনাকে নব্বইয়ের দশকের কথা মনে করিয়ে দেবে। বাণিজ্যিক উপযোগিতা বাড়াতে আপনি পিছনের সিটটিকে সম্পূর্ণ খুলে দিতে পারবেন যার ফলে বেশি পণ্য বহন করা যাবে।

এই মোপেডটি ১৫০ কেজি ওজন বহন করতে সক্ষম বলে জানিয়েছে সংস্থা। সাধারণ জনতা যাতে এটি ক্রয় করতে পারে তাই দাম রাখা হয়েছে অনেক কম এবং রানিং কস্ট পড়ছে মাত্র ১০ পয়সা প্রতি কিমি।

এই মোপেডটি আপনি আমাজন ও ফ্লিপকার্ট থেকেও কিনতে পারবেন আপনি। এই মোপেডটি ৫ টি রঙের বিকল্পে আসবে – মুলবেরি রেড, ওশেন ব্লু, পার্ল ইয়েলো, স্পার্কলিং গ্রিন ও নাইট স্টার ব্ল্যাক।

আরও পড়ুন: বাজাজ লঞ্চ করে দিল নতুন পালসার, জেনে নিন কি কি ফিচার দেওয়া হল, আর কত দাম?

কাইনেটিক ই-লুনা ডাইমেনশন

মাত্র 500 টাকায় শুরু হলো Kinetic Green E-Luna এর বুকিং

কাইনেটিক ই-লুনা একটি ডুয়াল-টিউবুলার স্টিল চ্যাসিসের উপর তৈরী যার ফলে জেনে কোনো ধরণের রাস্তার উপর চলতে সক্ষম। Kinetic Green E-Luna এর দৈর্ঘ্য হল 1985 mm, প্রস্থ 735 mm, উচ্চতা 1036 mm, এবং হুইলবেস হলো 1335 mm।

গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm হওয়া তে যে কোনো ধরনের রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব। সিটের উচ্চতা মাত্র 760 mm রাখা হয়েছে যার ফলে বিভিন্ন উচ্চতার মানুষের পক্ষে উপযুক্ত। এই ইলেকট্রিক মোপেডটির সামনে একটি টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়াল শক সাসপেনশন দেখা যায়।

এই মোপেডটির ওজন মাত্র ৯৬ কেজি।

কাইনেটিক ই-লুনা ব্যাটারি ও রেঞ্জ

এই মোপেডটি একটি 2 kWh বাটাররির সাথে আসবে যা কোম্পানির মতে ১১০ কিমি অবধি রেঞ্জ দিতে পারবে। এই মোপেডটিকে চার্জ দিতে লাগবে ৪ ঘন্টা। পোর্টেবল চার্জরটি মোপেডের সাথেই দেওয়া হবে।

কোম্পানির দাবি মাত্র ১০ পয়সা লাগবে প্রতি ১ কিমি চালাতে, আর আপনি যদি দিনে ১০০ কিমি চালান তাহলে মাসে লাগবে মাত্র ৩০০ টাকা।

পরবর্তী কালে একটি ৩ কিলোওয়াট ব্যাটারির সাথে আসবে এই মোপেডটি এবং তার রেঞ্জ ১৫০ কিমি অবধি হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

কাইনেটিক ই-লুনা ইলেকট্রিক মোটর

লুনা একটি 2 Watt ব্রাশলেস ডিসি হাব মোটর দ্বারা চালিত হবে যা 22 nm এর সর্বোচ টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং এর মোপেডটির সর্বোচ গতি হবে ৫০ কিমি প্রতি ঘন্টা।

কাইনেটিক ই-লুনা ফিচার

কাইনেটিক ই-লুনা ফিচার

দাম কম রাখা হলেও এই মোপেডটি আসবে অনেক ফিচারের সাথে যেগুলি হলো – রাগড স্টিল চ্যাসিস, হাই ফোকাল হেডলাইট, একটি ডিজিটাল মিটার, সাইড স্ট্যান্ড ও সেন্সর, পণ্য বহন করার জন্যে বড়ো ফুট বোর্ড, শাড়ী গার্ড, কম্বি ব্রেকিং, ১৬-ইঞ্চ স্পোক হুইল, ইউএসবি চার্জিং পোর্ট, লেগ গার্ড ও ইত্যাদি।

এই ডিজিটাল কনসোলে রয়েছে স্পিড, ওডোমিটার, ট্রিপ, ব্যাটারি স্ট্যাটাস, কম্পোনেন্ট হেল্থ, ডিরেকশন ইন্ডিকেটর, হাই বিম ইন্ডিকেটর।

উপসংহার

কাইনেটিক ই-লুনাকে সম্পূর্ণ কার্যকারিতার কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে। ব্যাবসায়ীদের পণ্য বহনের জন্যে এটি একটি উপযুক্ত দু-চাকা। দুটো সিট থাকায় বাণিজ্যিক ব্যাবহারিতা ছাড়াও এটিতে ব্যক্তিগত দরকারেও এই মোপেডটি একটি ভালো ও সাশ্রয়ী বিকপ্ল হিসেবে এগিয়ে আসে।

যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন আর আমাদের লেটেস্ট খবর পেজটি ও দেখতে পারেন, আপনার সময়ের জন্যে অনেক অনেক ধন্যবাদ।

FAQ

ভারতে লুনা দাম কত?

কাইনেটিক গ্রিন X1 ট্রিমের দাম রেখেছে ৬৯,৯৯০ টাকা ও X2 ট্রিমের দাম রেখেছে ৭৪,৯৯০ টাকা। এই দাম গুলি তবে এক্স-শোরুম, অন-রোড না।

লুনা মোপেড কি ভারতে পাওয়া যায়?

কাইনেটিক লুনা আর পেট্রল অবতারে পাওয়া যায় না তবে, দীর্ঘ ২৩ বছর পর লঞ্চ করা হয়েছে এই মোপেডটিকে একটি বৈদ্যুতিক অবতারে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো, আমার নাম Imtiaz, আমি গাড়ির খবর (GarirKhobor.com) প্রতিষ্ঠিত করেছি, বাংলাতে গাড়ি ও বাইক সম্পর্কিত যাবতিয় তথ্য প্রদান করার উদেশ্যে। আমি ছোটবেলা থেকে গাড়ি ও বাইক নিয়ে উৎসাহি ছিলাম আর ১৮ বছর বয়স থেকেই চালানো শিখতে শুরু করি। আমার বিভিন্ন গাড়ি ও বাইক চালাবার অনুভব আছে এবং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞাতার মাধ্যমে আপনাদের অটোমোবাইল সম্পর্কিত তথ্য প্রদান করার।

---Advertisement---

Leave a Comment