অবশেষে লঞ্চ হতে চলেছে Tata Curvv Coupe Diesel SUV, হুন্ডাই ক্রেটাকে এবার টক্কর দেবে টাটার এই গাড়ি
ক্রেডিট: গুগল
2024 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে চলেছে কার্ভ, আসুন Tata Curvv ডিজেল এবং এই Coupe SUV সম্পর্কে যা জানি তা নিয়ে আলোচনা করি।
ক্রেডিট: গুগল
একটি ডিজেল ইঞ্জিন ভ্যারিয়েন্টের ও ঘোষণা করা হয়েছে ভারত মোবিলিটি এক্সপোতে।
ক্রেডিট: গুগল
টাটা কার্ভ এ যে ডিজেল ইঞ্জিন টি ব্যবহার করা হবে সেটা আমরা ইতিমধ্যে নেক্সনে দেখতে পাই।
ক্রেডিট: গুগল
এই ইঞ্জিনটি সর্বোচ 113.31bhp@3750rpm শক্তি ও 260Nm@1500-2750rpm টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং শুধু মাত্র 6-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পাওয়া যাবে।
ক্রেডিট: গুগল
কার্ভে 360 ডিগ্রি ক্যামেরা, অটো-ডিমিং ইনসাইড রিয়ার ভিউ মিরর এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম থাকবে।
ক্রেডিট: গুগল
একটি 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, একটি 10.25-ইঞ্চি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং একটি প্যানোরামিক সানরুফ দেখতে পাওয়া যাবে।
ক্রেডিট: গুগল
টাটা কার্ভ ২০২৪ সালের মাঝামাঝি লঞ্চ হবে বলে খবর পাওয়া গেছে। এই মুহূর্তে টাটার তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি।
ক্রেডিট: গুগল
টাটা কার্ভের প্রচুর ভ্যারিয়েন্ট থাকবে এবং এর দাম ১০ লক্ষ থেকে শুরু হয়ে ১৯ লক্ষ পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে।
ক্রেডিট: গুগল
অবশেষে লঞ্চ হতে চলেছে Tata Curvv Coupe Diesel SUV, হুন্ডাই ক্রেটাকে এবার টক্কর দেবে টাটার এই গাড়ি এর ব্যাপারে আরো বিশদ এ জানতে হলে নিচে দেয়া লিংক এ ক্লিক করুন।