2024 Maruti Swift Price in India: 2005 সালে ভারতে লঞ্চ হতেই জনতার মধ্যে হিট হয়ে গেছিল Maruti Suzuki Swift। 2011 আর 2018 সালে যথক্রমে দ্বিতীয় আর তৃতীয় জেনেরেশনকে লঞ্চ করা হয়েছিল ভারতে। 2024 সালে ৯ই মে অনেক জল্পনার পর অবশেষে ভারতে লঞ্চ করা হল সুইফটের চতুর্থ জেনেরেশনকে।
সুইফটের জনপ্রিয়তার মূল কারণ হল, অসাধারণ হ্যান্ডলিং আর রোমাঞ্চকর ইঞ্জিন। আপনি যদি 1.2 লিটার K12 ইঞ্জিনটি অনুভূত করে থাকেন তাহলে আপনি ভাল করেই জানেন যে আমি কি বলছে চাইছি। তবে, এই জেনেরেশনের সাথে একটি নতুন Z সিরিজ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে সেরকম কোন পার্থক্য না থাকলেও নতুন সুইফট এ মূলত মেকানিকাল পার্থক্যের সাথে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে।
আজ আমরা এই আর্টিকেলে 2024 Maruti Suzuki Swift এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম, ফিচার্স, পারফরম্যান্স আর মাইলেজ ইত্যাদি নিয়ে আলোচনা করব।
Table of Contents
2024 Maruti Swift Price in India: ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম
ভারতে 2024 Swift কে মোট ৬টি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে মারুতি। এই ভ্যারিয়েন্ট গুলি হল – LXi, VXi, VXi (O), ZXi, ZXi +, ZXi + DT। Swift এর দাম Rs.6,49,000 থেকে শুরু হয়ে Rs.9,64,500 পর্যন্ত যায়। এই দাম গুলি এক্স-শোরুম দাম। পুরোনো আর নতুন সুইফট এর দামের সেরকম পার্থক্য রাখেনি মারুতি। অনেক নতুন ফিচার্স যোগ করলেও বেস ভ্যারিয়েন্টের দাম বেড়েছে Rs.25,000 আর টপ মডেলের দাম বেড়েছে Rs.36,000।
এছাড়া আপনি নতুন সুইফটকে সাবক্রিপশন রেন্টাল প্ল্যানেও নিতে পারেন। এই রেন্টাল প্ল্যানের দাম মাসিক Rs.17,436 যাতে গাড়ির দাম, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, মেইনটেন্যান্স আর রোড-সাইড অ্যাসিস্ট্যান্স ধরা আছে।
নিচে দেওয়া তালিকায় আমরা প্রত্যেক ভ্যারিয়েন্টের ম্যানুয়েল আর অটোম্যাটিক গিয়ার্বক্স অপশনের এক্স-শোরুম দাম প্রদান করেছি।
ভ্যারিয়েন্ট | ম্যানুয়েল | অটোম্যাটিক |
LXi | Rs.6,49,000 | – |
VXi | Rs.7,29,500 | Rs.7,79,500 |
VXi (O) | Rs.7,56,500 | Rs.8,06,500 |
ZXi | Rs.8,29,500 | Rs.8,79,500 |
ZXi + | Rs.8,99,500 | Rs.9,49,500 |
ZXi + DT | Rs.9,14,500 | Rs.9,64,500 |
নতুন সুইফটে মোনোটোন আর ডুয়াল-টোন কালারের অপশন দেওয়া হয়েছে। মোনোটোনে – সিজলিং রেড, লাস্টার ব্লু, নভেল অরেঞ্জ, ম্যাগমা গ্রে, স্প্লেন্ডিড সিলভার, পার্ল আর্কটিক হোয়াইট অপশন দেওয়া হয়েছে। ডুয়াল-টোনে সিজলিং লাল ও মিডনাইট ব্ল্যাক রুফ, লুস্টার ব্লু ও মিডনাইট ব্ল্যাক রুফ, পার্ল আর্কটিক হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রুফ এর অপশন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mahindra XUV 3XO এর দাম, ভ্যারিয়েন্ট অনুযায়ী ফিচার্স, পারফরম্যান্স এবং মাইলেজ
Design
ডিজাইনের ক্ষেত্রে নতুন আর পুরোনো সুইফটের মধ্যে সেরকম কিছু পার্থক্য দেখতে পাওয়া যায় না। মূলত তৃতীয় জেনেরেশনের বিকশিত স্টাইলিং দেখতে পাওয়া যায় চতুর্থ জেনেরেশনে। সামনের দিকে সুজুকির লোগোটিকে গ্রিলের মাঝখান থেকে সরিয়ে গ্রিলের উপরে সরানো হয়েছে। হেডল্যাম্প আর গ্রিলের ডিজাইনটি প্রায় একই রকম রাখা হয়েছে। হেডল্যাম্পে আমরা নতুন L শেপের DRL দেখতে পাই। বাম্পারের ডিজাইনটিকে পরিষ্কার রাখা হয়েছে আগের জেনেরেশনের মতো ব্ল্যাক এলিমেন্টটিকে সরানো হয়েছে।
সাইড প্রোফাইলে সেরকম কিছু পরিবর্তন করা হয়নি তবে, পিছনের দরজার হ্যান্ডেলটি প্রচলিত জায়গায় ফেরত আনা হয়েছে। এবারের C-পিলারকে সম্পূর্ণ ভাবে কালো করে দেওয়া হয়েছে।
পিছনের ডিজাইনে মূলত নতুন ডিজাইনের টেইলল্যাম্প ব্যবহার করা হয়েছে। তাছাড়া রিয়ার বাম্পারে নতুন রিফ্লেক্টরের ব্যবহার দেখতে পাওয়া যায়।
Performance
নতুন সুইফটের বনেটের নিচে সব থেকে বেশি পরিবর্তন দেখতে পাওয়া যায়। K সিরিজের জায়গায় একটি নতুন Z সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। নতুন সুইফট এ 1197cc এর Z12E ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে 4 এর জায়গায় 3টে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি 81.58 PS এর সর্বোচ্চ শক্তি উৎপাদন করে 5700 rpm এ। পিক 111.7 Nm টর্ক উৎপাদন করে 4300 rpm এ।
পুরোনো K12 ইঞ্জিনটির থেকে এই ইঞ্জিনটি 8 PS এর শক্তি আর 1Nm এর টর্ক কম উৎপাদন করে। তবে, মারুতি এবার মাইলেজের দিকে বেশি নজর দিয়েছে। মারুতির হিসেবে এই এঞ্জিনটির লো এন্ড্ টর্ক আরও ভাল করা হয়েছে যার ফলে শহরে চালানোর ক্ষেত্রে আরও সুবিধাজনক হয়ে উঠেছে।
এই ইঞ্জিনটির সাথে 5-স্পিড ম্যানুয়েল অথবা AMT গিয়ারবক্সের অপশন দেওয়া হয়েছে।
ইঞ্জিনের ধরন | Z12E |
ইঞ্জিন ধারণ ক্ষমতা | 1197cc |
সর্বোচ্চ শক্তি | 81.58 PS |
সর্বোচ্চ টর্ক | 111.7 Nm |
সিলিন্ডারের সংখ্যা | 3 |
2024 Maruti Swift Mileage
এই হ্যাচব্যাকটির ম্যানুয়েল গিয়ারবক্সের সাথে 24.8 কিমি প্রতি লিটারের মাইলেজ ও AMT গিয়ারবক্সের 25.75 কিমি প্রতি লিটারের মাইলেজ দাবি করেছে মারুতি। এই গাড়ির মাইলেজ বেস্ট ইন ক্লাস বলে দাবি করা হয়েছে।
Dimensions and Tyres
এই হ্যাচব্যাকটির ওজন 1355 কেজি। এই হ্যাচব্যাকটির দৈর্ঘ 3860 mm, প্রস্থ 1735mm, হুইল বেস 2450 mm ও উচ্চতা 1520 mm ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 163 mm। 265 লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে।
নিচের ভ্যারিয়েন্টগুলি 14-ইঞ্চের হুইল আর 165/80 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। উপরের ভ্যারিয়েন্টগুলিতে 15-ইঞ্চের অ্যালয় হুইল দেওয়া হয়েছে এবং এর সাথে 185/65 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে।
Features
চথুর্ত জেনারেশন সুইফট ফিচারের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে। ড্যাশবোর্ডের ডিজাইনটি সম্পূর্ণ নতুন করা হয়েছে। তবে, ফিচারগুলি Baleno আর Fronx থেকে নেওয়া। এর ফলে প্রায় সমস্ত ফিচারগুলো আমাদের কাছে পরিচিত।
এই হ্যাচব্যাকটি যে সব ফিচার গুলি পায় সেগুলি হল – প্রজেক্টর হেডল্যাম্প, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, 9-ইঞ্চি স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম, 6-স্পিকার ARKAMYS সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, স্টিয়ারিং মাউন্টেড অডিও এবং কলিং কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল , রিয়ার এসি ভেন্ট, কিলেস এন্ট্রি ও ইত্যাদি।
Safety
ক্রেতাদের বাড়ন্ত চেতনার সাথে সুরক্ষার দিকে মারুতি এবার বেশি নজর দিয়েছে। 2024 Swift এ সব ভ্যারিয়েন্টেই 6টি এয়ারব্যাগ প্রদান করেছে মারুতি। সুরক্ষা ফিচারগুলো হল – সাইড এবং কার্টেন এয়ারব্যাগ, EBD সহ ABS, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ISOFIX চাইল্ড সিট, রিভার্স পার্কিং ক্যামেরা।